Watch: অভিষেক বচ্চনকে শো ছেড়ে বেরিয়ে যেতে বললেন কপিল শর্মা! তারপর?
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে 'বব বিশ্বাস' ছবির প্রোমোশনে কপিল শর্মার শো-তে এসেছিলেন অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিংহ।
মুম্বই: আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) নতুন ছবি 'বব বিশ্বাস' (Bob Biswas)। ছবি তৈরির কাজ শেষ হয়ে গেলেও জোর কদমে চলছে প্রোমোশনের কাজ। সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় শো 'দ্য কপিল শর্মা শো'-তে ছবির প্রোমোশনের জন্য এসেছিলেন অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিংহ। সেখানেই কপিল শর্মা আচমকা তাঁকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু অভিষেক বচ্চনকে কেন এমন বললেন তিনি?
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে 'বব বিশ্বাস' ছবির প্রোমোশনে কপিল শর্মার শো-তে এসেছিলেন অভিষেক বচ্চন এবং চিত্রাঙ্গদা সিংহ। কপিল শর্মা বরাবরই তাঁর শো-এ অতিথিদের সঙ্গে নানা হাসি-মজার আড্ডা দিয়ে থাকেন। এখানেও তেমনই হচ্ছিল। 'বব বিশ্বাস' ছবিতে অভিষেক বচ্চনের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে। অভিনেত্রীকে কপিল শর্মা বলেন, 'এমন কখনও হয়েছে. যখন কোনও পাগল অনুরাগী আপনার পিছনে পড়ে থেকেছে?' চিত্রাঙ্গদা সিংহও উত্তর দেন মিষ্টি করে, 'এমন গলার স্বরের কেউ কখনও তো পিছনে পড়েনি।' অভিষেক বচ্চন আবার পাশ থেকে বলে ওঠেন, 'তাহলে পাকা কথা মনে করি?' ফের কপিল শর্মা চিত্রাঙ্গদা সিংহকে প্রশ্ন করে বসেন, 'আপনার তো বন্দুকের প্রয়োজন নেই। আপনি তো চোখ তুলে কারও দিকে তাকালেই সে বন্দুকের ঘায়ে আহত হবেন।'
আরও পড়ুন - প্রথমদিনেই কত টাকার ব্যবসা করল সলমন-আয়ুষের 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'?
কপিলের এমন সমস্ত কথায় অভিষেক বচ্চনও মজা করে বলেন, 'কী হচ্ছে টা কি!' এরপরই তিনি ঘড়ির দিকে তাকাতেই কপিল শর্মা বলে ওঠেন, 'বেরিয়ে যাও তাহলে!'। কপিল শর্মার শোয়ের এই পুরো ঘটনাই হয় মজার ছলে। অভিষেক বচ্চন কিংবা কপিল শর্মা দুজনেই হাসি মজার মধ্যেই একে অপরের সঙ্গে ইয়ার্কি করতে থাকেন। আর গোটা ঘটনাতে হাসি চেপে রাখতে পারেননি অর্চনা পূরণ সিংহ।