প্রথমদিনেই কত টাকার ব্যবসা করল সলমন-আয়ুষের 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'?
সলমন খানকে ফের অ্যাকশন অবতারে দেখতে পেয়ে অনুরাগীদের মনে প্রত্যাশা তৈরি হচ্ছিল নতুন ছবি ঘিরে। প্রথম দিন কত টাকার ব্যবসা করল সলমন খান ও আয়ুষ শর্মার ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'?
মুম্বই: একসঙ্গে সলমন খান (Salman Khan) এবং তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মা (Ayush Sharma)। দুজনের জমজমাট অ্যাকশনের ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' (Antim The Final Truth) নিয়ে ভাইজানের অনুরাগীদের উত্তেজনা তৈরি হচ্ছিল। ছবির ট্রেলার এবং টিজার আগেই মুক্তি পেয়েছে। এছাড়াও আগেই মুক্তি পেয়েছে ছবির গান। ফলে সলমন খানকে ফের অ্যাকশন অবতারে দেখতে পেয়ে অনুরাগীদের মনে প্রত্যাশা তৈরি হচ্ছিল নতুন ছবি ঘিরে। কিন্তু প্রথম দিনের বক্স অফিস কালেকশন কি প্রত্যাশা অনুযায়ী হল? প্রথম দিন কত টাকার ব্যবসা করল সলমন খান ও আয়ুষ শর্মার ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'?
একদিন আগে মুক্তি পেয়েছে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'। 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' এবং জন আব্রাহামের ছবি একইদিনে মুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু দিন বদলে সলমন খানের ছবির একদিন আগে মুক্তি পায় 'সত্যমেব জয়তে টু'। বক্স অফিস কালেকশনের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, প্রথমদিন প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি জন আব্রাহাম এবং দিব্যা খোসলা কুমারের নতুন ছবি। কিন্তু ভাইজানের ছবি কেমন ব্যবসা করল? সূত্রের খবর, 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ' প্রথমদিনে ব্যবসা করেছে ৪.২৫ থেকে ৪.৫০ কোটি টাকার মতো। ছবি নির্মাতারা আশা করছেন শনিবার এবং রবিবার এই ছবির বক্স অফিস কালেকশন আরও ভালো হতে চলেছে।
আরও পড়ুন - 'মিলি' ছবির শ্যুটিং শেষ করেই বনি কপূরের উদ্দেশে বিশেষ বার্তা জাহ্নবীর
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে বলিউডের বহু ছবির মুক্তি আটকে ছিল। মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই বলিউডের একাধিক ছবি মুক্তির দিন ঘোষণা হয়। দীপাবলিতে মুক্তি পায় রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী'। করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কার কাটিয়ে কত দর্শক সিনেমাহলে এসে টিকিট কেটে ছবি দেখবেন, তা নিয়ে আশঙ্কা ছিল আগে থেকেই। কিন্তু বক্স অফিস কালেকশনে দেখা যায় সিনেমাহলে দর্শক ফেরাতে সক্ষম হয়েছে 'সূর্যবংশী'। প্রথম পাঁচ দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে কৌঁছে যায় অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের নতুন ছবি। কিন্তু তারপর মুক্তি পাওয়া কোনও ছবিই 'সূর্যবংশী'র মতো ব্যবসা করতে পারেনি বলে জানা যাচ্ছে।