Abhishek Chatterjee: অভিষেক চট্টোপাধ্যায়কে ছাড়া 'নতুন অধ্যায়'-এর সূচনা স্ত্রী সংযুক্তার, যোগ দিলেন কাজে
Abhishek Chatterjee Update: 'আমার জন্য এটা নতুন অধ্যায় এবং আমি সাইনার (ডল) জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা হয়ে উঠতে চাই এবং কর্মক্ষেত্রে সফল নারী হতে চাই।'
কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জীবনের সবচেয়ে কাছের মানুষটি। কিন্তু তার জন্য তো জীবন থেমে থাকে না। ফলে শোক কাটিয়ে ফের নিত্য জীবনে ফেরার চেষ্টা পরিজনেদের। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুর পর সাধারণ জীবনে ফিরছেন তাঁর মেয়ে ও স্ত্রী। পোস্ট করলেন ছবি।
অফিসে যোগ দিলেন অভিষেকের স্ত্রী
সোমবার, ১১ এপ্রিল ফের অফিসে যোগদান করলেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেকের সঙ্গে নিজের ল্যাপটপের সামনে বসা একটি ছবি কোলাজ করে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'সংযুক্তার তরফ থেকে, অভিষেককে নিজের মধ্যে নিয়ে ও ওঁর আশীর্বাদের সঙ্গে আজ থেকে ফের অফিস শুরু করলাম। আপনাদের সকলের থেকে শুভেচ্ছা চাইছি - আমার জন্য এটা নতুন অধ্যায় এবং আমি সাইনার (ডল) জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা হয়ে উঠতে চাই এবং কর্মক্ষেত্রে সফল নারী হতে চাই। আমি জানি, আমরা (অভি ও আমি) গন্তব্যে পৌঁছব এবং অভির স্বপ্ন পূরণ করব।'
বাবার ছবির সামনে ডল
অভিষেক চট্টোপাধ্যায়ের প্রোফাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন পোস্ট করেছেন সংযুক্তা। দিন কয়েক আগে মেয়ে 'ডল'-এর বয়ানে তিনি লেখেন কয়েক লাইন। সেখানে লেখা ছিল, 'প্রিয় বাবা, সপ্তম শ্রেণীতে আজ আমার প্রথম দিন। উপস্থিতি আর আশীর্বাদ আজ খুব জরুরী ছিল। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে রয়েছো। তোমার ভালোবাসার, ডল।'
আরও পড়ুন: Sreelekha Mitra Updates: ঐশ্বর্য রাইয়ের গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রীলেখা মিত্র
এরপরে নিজের তরফ থেকে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন সংযুক্তা। তিনি বলেছেন, 'আমাদের ডল আজ থেকে সপ্তম শ্রেণীতে ক্লাস শুরু করল। সবাই তাঁকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। সংযুক্তা।'
বাংলা ছবি ও অভিষেক
গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিষেক। বাংলা সিনেমা যখন তলানিতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবির হাল ধরেছিলেন অভিষেক। অভিনয় করেছেন একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে।