Sreelekha Mitra Updates: ঐশ্বর্য রাইয়ের গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রীলেখা মিত্র
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ভিডিওতে দেখা যাচ্ছে অল্প আলোয় 'তাল' ছবির 'রামতা যোগী' গানে নাচে মগ্ন অভিনেত্রী।
![Sreelekha Mitra Updates: ঐশ্বর্য রাইয়ের গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রীলেখা মিত্র Sreelekha Mitra shares dance video on aishwarya rai's ramta jogi song, know in details Sreelekha Mitra Updates: ঐশ্বর্য রাইয়ের গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রীলেখা মিত্র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/11/f7b80d0615f3b524b905b2952ff21e56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মনটা যে শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) বেশ ভালো রয়েছে, তা বোঝা যাচ্ছে তাঁর সাম্প্রতিক পোস্ট দেখেই। সম্প্রতি নেট দুনিয়ায় ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) ছবি 'তাল'-এর (Taal) 'রামতা যোগী' (Ramta Jogi) গানে নেচে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। আর তাতে তাঁর শরীরী ভাষায় ফুটে উঠেছে অনাবিল আনন্দ। নেট দুনিয়ায় শ্রীলেখা মিত্রর নাচের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। আর তাতে কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।
নাচের ভিডিও পোস্ট করলেন শ্রীলেখা মিত্র-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভিডিওতে দেখা যাচ্ছে অল্প আলোয় 'তাল' ছবির 'রামতা যোগী' গানে নাচে মগ্ন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয় থাকেন। তাঁর রাগ, দুঃখ, আনন্দ সমস্ত অনুভূতিই ছবি বা ভিডিওর মাধ্যমে ফুটে ওঠে সেখানে। এবার তিনি যে ভিডিও পোস্ট করেছেন, তাতে তাঁর মনের আনন্দের বিচ্ছুরণ ঘটেছে তাঁর নাচের মধ্যে। এর আগেও তিনি নানা গানে পারফর্ম করার ভিডিও শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু তাঁর সাম্প্রতিক ভিডিও দেখে মুগ্ধ নেট নাগরিকরা। তাঁরাও অভিনেত্রীকে প্রশংসায় ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'ভালো লাগে তোমাকে'। আবার কেউ লিখেছেন, 'ড্রিম গার্ল'। কেউ আবার তাঁর অভিব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, তিনি যে বেশ খুশি মনেই এই ডান্স পারফরম্যান্স করেছেন, তা অনুভব করছেন সাধারণ নেট নাগরিকরাও।
আরও পড়ুন - Jersey Release Postponed: ফের 'জার্সি' মুক্তি স্থগিত, করোনা নয় তাহলে এবার কোন কারণে?
প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে তিনি কীভাবে অবসাদের সঙ্গে লড়াই করেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। যেখানে দুটি ছবিতে হাঁকে হাসিমুখে দেখা যাচ্ছে। অন্য একটি ছবি খাবারের। ছবি পোস্ট করে শ্রীলেখা মিত্র লিখেছেন, 'অবসাদের সঙ্গে যুদ্ধ করতে আমার সহজ উপায়। আমি সবসময় তৃপ্তি দেওয়া খাবারের মাধ্যমে অবসাদ কাটাই।' তাঁর পরিচালিত এবং প্রযোজিত প্রথম ছবি 'এবং ছাদ'-এর কথা আগেই ঘোষণা করেছেন অভিনেত্রী। ক্যামেরার সামনে ছাড়াও ক্যামেরার পিছনেও সমান দক্ষতার সঙ্গে কাজ করছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)