এক্সপ্লোর
দেখুন: ছবি তুলতে দেখে আলোকচিত্রীদের ওপর রেগে গেল আব্রাম

মুম্বই: তারকা সন্তানদের ছবি সংগ্রহের দিকে আলোকচিত্রীদের নজর থাকে। তারকা সন্তানদের বিশেষ কোনও মুহূর্ত ক্যামেরাবন্দী করতে তাঁরা উত্সুক থাকেন। শাহরুখ খানের ছোট ছেলে আব্রামও সর্বদাই আলোকচিত্রীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। আর সেই আব্রাম এবার ছবি তোলা নিয়ে তার জোরাল আপত্তির কথা জানাল। রেগেও গেল সে।
View this post on InstagramAbram spotted leaving Aradhya party . . . #instabolly #bollywood
সম্প্রতি অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনের সপ্তম জন্মদিন পালন করা হল। এই পার্টিতে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত তারকা সন্তানদের দেখা গেল। শাহরুখ-পুত্র আব্রামকেও দেখা যায় পার্টিতে। পার্টিতে মজা করার পর ফিরে আসার সময় আলোকচিত্রীরা গাড়ির চতুর্দিক ঘিরে ফেলেন। তাঁদের চিত্কার-চেঁচামেচিতে বেশ বিরক্ত হয়ে ওঠে ছোট্ট আব্রাম। রেগে গিয়ে সে বলতে থাকে, নো পিকচার্স। অন্য একটি ভিডিওতে ভিড় আর চিত্কারে আব্রামকে ভয় পেতে দেখা যায়। আরাধ্যার জন্মদিনের পার্টিতে বলিউডের মেগাস্টার অমিতাভের সঙ্গেও দেখা হয় আব্রামের। বিগ বি মজার ছলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন, আব্রাম তাঁকে তার ঠাকুর্দা মনে করে। আর তিনি কেন তাদের সঙ্গে থাকেন না, তা ভেবে আব্রাম যথেষ্ট অবাক বলে জানিয়েছেন অমিতাভ।
অমিতাভের ওই ছবি গৌরি খান তাঁর ইনস্টাগ্রাম পেজে রিপোস্ট করেছেন। পার্টিতে পুরো বচ্চন পরিবার একসঙ্গে আরাধ্যার জন্য হ্যাপি বার্থ ডে টু ইউ গান গাইল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















