Abyakto: এবার ওটিটি প্ল্যাটফর্মে আদিল হুসেন, অর্পিতা চট্টোপাধ্যায় অভিনীত 'অব্যক্ত'
Abyakto OTT Release: ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি নিয়ে খুশি পরিচালক অর্জুনও। এটিই তাঁর পরিচালিত প্রথম ছবি।
কলকাতা: অর্পিতা চক্রবর্তী (Arpita Chakraborty), আদিল হুসেন (Adil Hussain), অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal), অনির্বাণ ঘোষ (Anirban Ghosh), খেয়া চট্টোপাধ্যায় (Kheya CHatterjee), পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinki Banerjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty), দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee) ও সমন্তক অভিনীত 'অব্যক্ত'-এবার ওয়েব প্ল্যাটফর্মে।
অর্জুন দত্ত (Arjun Dutta)-র প্রথম ছবি 'অব্যক্ত' (Abyakto) মুক্তি পাচ্ছে ওটিটি-তে। আগামী ২৯ জুন (29 June) ওটিটি প্ল্যাটফর্ম এরোজ নাউ (Eros Now)-তে মুক্তি পাচ্ছে 'অব্যক্ত'। এই ছবি এক মা ছেলের সম্পর্কের গল্প বলে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অর্পিতা চট্টোপাধ্যায় একবার জানিয়েছিলেন, তাঁর কেরিয়ারের অন্যতম প্রিয় কাজ ছিল 'অব্যক্ত'। কারণ সেই ছবিতেই প্রথম একজন মধ্যবয়স্ক নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি নিয়ে খুশি পরিচালক অর্জুনও। এটিই তাঁর পরিচালিত প্রথম ছবি। এরপর 'গুলদস্তা' ছবিটি পরিচালনা করেছিলেন অর্জুন। সেই ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। এছাড়াও এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Muherjee)
'অব্যক্ত'-র পরে নতুন ছবি 'শ্রীমতী'-তে অর্জুনের সঙ্গে ফের কাজ করছেন স্বস্তিকা ও খেয়া। এই ছবিতে একজন পরিচারিকার ভূমিকায় দেখা যাবে খেয়াকে।
কাজলের চরিত্রের জন্য খেয়াকে কেন বেছেছিলেন খোদ পরিচালক? অর্জুন বলছেন, 'আমি যখনই চরিত্রায়ণ করি, চাই একজন অভিনেতা বা অভিনেত্রীকে তার সাবলীল জায়গাটার বাইরে বের করতে। যাতে তাঁর অভিনয়টাকে অন্যভাবে দেখেন দর্শক। সেই ভাবনা থেকেই খেয়াকে গৃহ পরিচারিকার চরিত্রে ভাবা। ও দারুণভাবে ফুটিয়ে তুলেছে চরিত্রটাকে। আর প্রথমেই ও যতটা খুশি হয়েছিল গল্পটা শুনে, আমার মনে হয়েছিল ভুল সিদ্ধান্ত নিই নি। এই ছবিটার পরে আশা করি দর্শকদের মনে খেয়াকে নিয়ে একেবারে অন্য একটা ধারণা তৈরি হবে।'
'শ্রীমতী' ছবির নামভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা।