এক্সপ্লোর
Advertisement
গুরমেহরকাণ্ড: সহবাগকে সমর্থনের জন্যে ট্রোলড, সামান্য কারণে শূলে চড়াবেন না, রনদীপ
মুম্বই: গুরমেহর কউর কাণ্ডে কার্গিল শহিদের কন্যাকে কটাক্ষ করে সম্প্রতি একটি প্ল্যাকার্ড নিয়ে টুইট করেন বীরেন্দ্র সহবাগ। আর সহবাগের সেই টুইটকে সমর্থন করায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেতা রনদীপ সিংহ হুডা। এমনকি তাঁর ও সহবাগের বিরুদ্ধে গুরমেহরের নামে ঘৃণা মিশ্রিত বার্তা প্রচারেরও অভিযোগ উঠেছে। এপ্রসঙ্গে এবার রণদীপের পাল্টা টুইট সামান্য একটা মজাকে সমর্থন করার জন্যে আমাকে শূলে চড়াবেন। এমনকি লেডি শ্রীরাম কলেজের ওই ছাত্রীর বিরুদ্ধে ঘৃণা মিশ্রিত বার্তা প্রচারেও তাঁর কোনও ভূমিকা নেই বলে তিনি দাবি করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি এবিভিপির বিরুদ্ধে প্রচার শুরু করেন দিল্লির ইংরাজি স্নাতকের এই ছাত্রী। নিজের প্রচারের সমর্থনে তিনি বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ঘুরছিলেন। তারমধ্যে সবচেয়ে নজরে আসে একটি প্ল্যাকার্ডে, যেখানে তিনি লেখেন পাকিস্তান নয়, যুদ্ধই প্রাণ নিয়েছে তাঁর বাবার। এরপর থেকে তোপের মুখে পড়েন ওই তরুণী। আপাতত হুমকির মুখে দিল্লি ছেড়েও চলে গেছেন সেই মেয়ে।
এই ঘটনায় সহবাগের টুইটকে সমর্থন করায় রনদীপকে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়তে হয়। এপ্রসঙ্গে অভিনেতার মত, তাঁর বক্তব্যকে এখানে বিকৃত করা হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement