যিশু সেনগুপ্ত ও শোভন গঙ্গোপাধ্যায়ের যুগলবন্দিতে মজে অনুরাগীরা
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বাড়ির আড্ডায় চাঁদের হাট। ড্রাম বাজালেন যিশু সেনগুপ্ত, গিটার হাতে গান ধরলেন শোভন গঙ্গোপাধ্যায়।
কলকাতা: অভিনেতা যিশু সেনগুপ্তর অন্যতম পছন্দের জায়গা যে ড্রাম, তা এতদিনে মোটামুটি তাঁর প্রত্যেক অনুরাগীরই জানা হয়ে গেছে। অভিনয় ও সঞ্চালনার হাজার ব্যস্ততার ফাঁকেও তিনি মাঝে মধ্যেই তাল তোলেন ড্রামসে। আর সম্প্রতি এমনটাই ঘটল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বাড়ির আড্ডায়।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। ভিডিওটি শুরুই হচ্ছে ড্রামস্টিকস হাতে যিশুকে দিয়ে। তাঁর বোলের রেশ ধরেই কয়েক সেকেন্ডে গিটার হাতে ফ্রেমে হাজির শোভন। শাহরুখ খানের বিখ্যাত ছবি 'দিল সে'-এর গান গাইতে শোনা গেল শোভনকে। তাঁর পাশেই বসে আছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত, গুনগুন করছেন তিনিও। তাঁর পাশে বসে গোটা জলসা অপর প্রান্ত থেকে ক্যামেরাবন্দি করছেন নীলাঞ্জনা সেনগুপ্ত।
View this post on Instagram
গতকালের পার্টিতে শোভন গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা দত্ত ছাড়াও হাজির ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, মহেন্দ্র সোনির মতো ব্যক্তিরাও। শুধু এই গানটিই নয়, পার্টির আরও একাধিক ঝলক তারকারা নিজেদের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন।
উল্লেখ্য, এই সময়ে একটি গানের রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন যিশু সেনগুপ্ত। সেই শোতেই মেন্টরের দায়িত্ব সামলাচ্ছেন শোভন। যদিও শোভন-যিশুর এমন যুগলবন্দি শুনে উচ্ছ্বসিত তাঁদের ফ্যানেরাও।
আরও পড়ুন: 'বিজ্ঞাপনী চমক ভুলে দেশের জন্য কাজ করুন', প্রধানমন্ত্রীর জন্মদিনে ধারাল ট্যুইট নুসরতের