Pankaj Tripathi: শ্যুটিংয়ে শুধুই খিচুড়ি খান, শটের মাঝেই পারেন ঘুমোতে, সিনেমার ফ্লোরে কেমন পঙ্কজ ত্রিপাঠী?
Pankaj Tripathi Update: সম্প্রতি এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানান যে শ্যুটিং চলাকালীন তিনি কেবল খিচুড়ি খান। শটের মাঝে মাঝেই অল্প সময় করে ঘুমিয়ে নেন তিনি।
![Pankaj Tripathi: শ্যুটিংয়ে শুধুই খিচুড়ি খান, শটের মাঝেই পারেন ঘুমোতে, সিনেমার ফ্লোরে কেমন পঙ্কজ ত্রিপাঠী? Actor Pankaj Tripathi reveals he can nap in middle of shot, eats only khichdi during shoot Pankaj Tripathi: শ্যুটিংয়ে শুধুই খিচুড়ি খান, শটের মাঝেই পারেন ঘুমোতে, সিনেমার ফ্লোরে কেমন পঙ্কজ ত্রিপাঠী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/05/dbd2f0e33e3f725c778237b9e44bbe561699183516916229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতীয় সিনে দুনিয়ার (Indian Film Industry) এই সময়ের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। কমিক হোক বা খুব সিরিয়াস, যে কোনও ধরনের চরিত্রেই তিনি সমান সাবলীল। কীভাবে প্রত্যেক চরিত্রকে এতটা বিশ্বাসযোগ্য করে তোলেন? একনিষ্ঠতার কথা জানালেন নিজেই। কী খান তিনি সেটে? ঘুমোতেন কখন?
সেটে কীভাবে দিন কাটান পঙ্কজ ত্রিপাঠী?
সম্প্রতি এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী জানান যে শ্যুটিং চলাকালীন তিনি কেবল খিচুড়ি খান। আর ঘুম? টানা শ্যুটিং চললে শটের মাঝে মাঝেই অল্প সময় করে ঘুমিয়ে নেন তিনি। অভিনেতা এও জানান যে তিনি নিজেকে এভাবেই প্রশিক্ষিত করেছেন যে তিনি যে ঘুমোচ্ছেন এবং চোখ বন্ধ করে কোনও কথা শুনছেন না সেটা বুঝতে পারেন না কেউ।
সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি চলছে এমন শটেই ঘুমোতে পারি। রোল, ক্যামেরা, রোলিং, সংলাপ আমার নয়, অন্যজনের লাইন চলছে, আমি দেখতে দেখতে... আমি এমন করে ফেলি যেন ওটা অভিনয়েরই অঙ্গ, আমি চোখ বন্ধ করে শুনছি। আমি যখন 'হ্যাঁ হ্যাঁ' বলে উত্তর দিই মানে আমি খুব মন দিয়ে শুনছি, ওই হ্যাঁ মানেই আমি ঘুমোতে চললাম। নিজের গলার পেশিকে প্রশিক্ষণ দিয়ে রেখেছি যে ঘুমোতে তো হবে কিন্তু ঝুঁকলে চলবে না।'
আরও পড়ুন: Bigg Boss 17: চুক্তিভঙ্গের অভিযোগ, 'বিগ বস'-এর বাড়ি থেকে বেরিয়ে যেতে হতে পারে ভিকি-অঙ্কিতাকে?
শ্যুটিংয়ের মাঝে কী খাওয়া দাওয়া করেন? তিনি বলেন, 'অভিনেতা হিসেবে, যতক্ষণ তোমার পেট না ভাল থাকবে, তাহলে যে কোনও মুহূর্তে সমস্যা হতে পারে তো। তাই শ্যুটিংয়ের সময় আমি শুধু খিচুড়ি খাই।' তাঁর আগামী ছবি 'অটল'-এর জন্য তিনি এভাবেই নিজেকে তৈরি করেছেন, টানা ৬০ দিন শুধুই খিচুড়ি খেয়েছেন। বাইরে থেকে কখনও সেই খিচুড়ি অর্ডার করতেন না তিনি। কীভাবে বানানো হবে সেই চিন্তায় নিজেই বানিয়ে নিতেন খিচুড়ি, যাতে তেল বা মশলা থাকে না। খিচুড়িতে তিনি দেন বাড়িতে তৈরি ঘি, হলুদ, যা যা সবজি আছে সেগুলো। 'মস্তিষ্ক ও শরীরের মধ্যে সামঞ্জস্য রাখতে হলে অভিনেতাদের হালকা খাবার খাওয়া উচিত', বলেন পঙ্কজ ত্রিপাঠী।
'ম্যায় অটল হুঁ' ছবিতে পঙ্কজ ত্রিপাঠীকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়া তিনি অভিনয় করবেন অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ও 'স্ত্রী ২' ছবিতে। সম্প্রতি তিনি 'মিমি' ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)