CDC: ক্যালকাটা ডিবেটিং সার্কলের উদ্যোগে ক্যালকাটা ক্লাবে জমজমাট বিতর্ক সভা
ABP Ananda LIVE : ক্যালকাটা ক্লাবে 'দ্য ডিবেট ২০২৬'। সভার প্রস্তাব ছিল -'হিন্দুইজম নিডস প্রোটেকশন ফ্রম হিন্দুত্ব'। তা নিয়েই যুক্তি, পাল্টা যুক্তির লড়াই। রবিবারের সন্ধেয় ক্যালকাটা ডিবেটিং সার্কলের উদ্যোগে ক্যালকাটা ক্লাবে হয়ে গেল জমজমাট বিতর্ক সভা।
সাধ্যের মধ্যেই খরচ, শিলিগুড়ি থেকে গয়াবাড়ি পর্যন্ত চালু হলো টয় ট্রেন জঙ্গল সাফারি
টয় ট্রেনে জঙ্গল সাফারি! শিলিগুড়ি থেকে গয়াবাড়ি পর্যন্ত এখন খুব অল্প টাকায় টয় ট্রেন সফর। মাত্র ৫০০ টাকায় পাহাড়ি আনন্দ, ফিরছে বহু প্রতীক্ষিত লোকাল ট্যুরিজম।
পাহাড়ের আনন্দ নিতে আর দার্জিলিং যেতে হবে না। শিলিগুড়ি থেকে গয়াবাড়ি পর্যন্ত চালু হলো টয় ট্রেন জঙ্গল সাফারি। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নতুন রূপে শুরু হলো এই বিশেষ পর্যটন পরিষেবা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত চালু থাকা এই জঙ্গল সাফারি নানা কারণে বন্ধ হয়ে যায়। এবার লোকাল ট্যুরিজমকে উৎসাহিত করতে এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ফের এই উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।


















