Abacus Contest: মগজাস্ত্রে শান! অঙ্কের মেধা প্রতিযোগিতায় রাজ্যের ১২ হাজার খুদে
নতুন বছরের দ্বিতীয় রবিবার কলকাতায় বসল SIP অ্যাবাকাসের আসর। অঙ্কের মেধা প্রতিযোগিতায় অংশ নিল রাজ্যের ৩৫০টি স্কুলের প্রায় ১২ হাজার খুদে পড়ুয়া। ১ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে ফাইনাল রাউন্ড। কথায় বলে, জীবন হল ব্যালান্সের খেলা... বড় হয়ে সাপ-সিঁড়ির অঙ্কে হাত পাকানোর আগে এ যেন মগজাস্ত্রে শান দেওয়া। প্রতিবছরের মতোই এবারও দেশের বিভিন্ন স্কুলের প্রায় ১০ লক্ষ পড়ুয়াকে নিয়ে অঙ্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল SIP অ্যাবাকাস। যার আনুষ্ঠানিক নাম 'অল ইন্ডিয়া অ্যারেথমেটিক জিনিয়াস কনটেস্ট'। যাতে অংশ নিল গত ২ রাউন্ডে বাছাই হয়ে উঠে আসা ক্লাস ওয়ান থেকে ফাইভের ছাত্রছাত্রীরা। আয়োজক সংস্থা SIP অ্য়াবাকাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের ৩৫০টি স্কুলের প্রায় ১২ হাজার খুদে পড়ুয়া অংশ নিয়েছে এই অঙ্ক প্রতিযোগিতায়। রাজ্যজুড়ে মোটি ১৪৫টি সেন্টারে আয়োজন করা হয় এই কম্পিটিশনের। গোটা দেশ থেকে উঠে আসা মেধাবীদের নিয়ে ১ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে ফাইনাল রাউন্ড। এই প্রতিযোগিতায় যারা জয়ের হাসি হাসবে সেই খুদেরা পুরস্কার পাওয়ার পাশাপাশি সাক্ষী হওয়ার সুযোগ পাবে ইসরোতে লাইভ রকেট লঞ্চের। আয়োজক সংস্থার দাবি, এভাবেই প্রতিযোগিতার মাধ্যমে অঙ্কের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে নতুন প্রজন্ম।

















