'Salaar': প্রভাসের 'সালার' ছবির ট্রেলার মুক্তি পাবে এই তারিখে, প্রেক্ষাগৃহে 'ডাঙ্কি'র সঙ্গে জোর লড়াই
'Salaar Part 1: Ceasefire': প্রশান্ত নীল ও প্রভাস 'সালার' ছবির হাত ধরে এই প্রথম একসঙ্গে কাজ করবেন। প্রভাস, জগপতি বাবু, পৃথ্বীরাজ সুকুমারন ও শ্রুতি হাসান এই ছবিতে কাজ করেছেন।
!['Salaar': প্রভাসের 'সালার' ছবির ট্রেলার মুক্তি পাবে এই তারিখে, প্রেক্ষাগৃহে 'ডাঙ্কি'র সঙ্গে জোর লড়াই actor Prabhas Starrer Salaar Trailer To Be Released In December; Film Will Clash With Shah Rukh Khan’s Dunki 'Salaar': প্রভাসের 'সালার' ছবির ট্রেলার মুক্তি পাবে এই তারিখে, প্রেক্ষাগৃহে 'ডাঙ্কি'র সঙ্গে জোর লড়াই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/8193a78100646046a32009f07f4397e21699292579838229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অনুরাগীরা অপেক্ষায় প্রভাস (Prabhas) অভিনীত 'সালার পার্ট ১: সিজফায়ার' ('Salaar Part 1: Ceasefire') মুক্তি পাওয়ার। শোনা যাচ্ছে যে এই ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে। কিন্তু অ্যাকশন ঘরানার (action flick) এই ছবি নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। মুক্তির দিন বদলায়নি এই ছবির, যদিও শাহরুখ খানের (Shah Rukh Khan) 'ডাঙ্কি'র (Dunki) সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ হতে পারে বলে একাধিক জল্পনা ওঠে। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাবে 'সালার'-এর প্রথম ট্রেলার (Salaar Trailer)। কবে?
কবে মুক্তি পাবে 'সালার' ছবির ট্রেলার?
'সালার' ছবির প্রথম ট্রেলার মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের একেবারে শুরুর দিকে। রমেশ বালা, প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট সোমবার ট্যুইট করে এই খবর দিয়েছেন। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় আপাতত ট্রেন্ড করছে 'সালার'।
রমেশ বালা ট্যুইট করে লেখেন, 'বড় খবর: বহু প্রতীক্ষিত 'সালার: পার্ট ১ সিজফায়ার' ট্রেলার মুক্তি পাবে নভেম্বর শেষে বা ডিসেম্বরের শুরুতে। প্রশান্ত নীল পরিচালিত ও প্রভাস অভিনীত এই ছবি দর্শকের মধ্যে উত্তেজনা তৈরি করেছে ব্যাপক এবং এই ছবি নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে হাজির হবে, যা হল ২২ ডিসেম্বর, ২০২৩।'
প্রশান্ত নীল ও প্রভাস 'সালার' ছবির হাত ধরে এই প্রথম একসঙ্গে কাজ করবেন। প্রভাস, জগপতি বাবু, পৃথ্বীরাজ সুকুমারন ও শ্রুতি হাসান এই ছবিতে কাজ করেছেন। সম্প্রতি 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার)-এর তরফে জন্মদিনের একটি বিশেষ উপহার পান। যেখানে একটি এক্সক্লুসিভ ইমোজি দেখতে পাওয়া যায়, যা তাঁর আগামী 'সালার' ছবির চরিত্রের ভিত্তিতে তৈরি। এই ছবি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি পাবে, ২২ ডিসেম্বর। প্রেক্ষাগৃহে ওই একইদিনে মুক্তি পাচ্ছে রাজকুমার হিরানি পরিচালিত ও শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি'।
আরও পড়ুন: Tiger 3: অগ্রিম বুকিংয়ে বিপুল সাড়া! 'পাঠান', 'জওয়ান'কে ছাপিয়ে যাবে সলমনের 'টাইগার ৩'-র ব্যবসা?
চলতি বছরে ইতিমধ্যেই মুক্তিপ্রাপ্ত শাহরুখের আগের দুটি ছবির নিরিখে তাঁর আসন্ন 'ডাঙ্কি' নিয়েও মানুষের মধ্যে উত্তেজনা চরমে। অন্যদিকে প্রভাসের 'আদিপুরুষ' বিপুল সমালোচনার সম্মুখীন হয়েছিল। ফলে বক্স অফিসে যে জোর টক্কর হতে চলেছে তা বলাই বাহুল্য। প্রভাসকে এছাড়াও দেখা যাবে 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোনের সঙ্গে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী বছরে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)