![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kaushik Ganguly Birthday: 'লক্ষ্মী বাবার কোলে লক্ষ্মী ছেলে', ছোটবেলার ছবিতে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা উজানের
Ujaan Ganguly Post: আগামী ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, উজান গঙ্গোপাধ্যায় অভিনীত 'লক্ষ্মী ছেলে'। গত ৩০ জুলাই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। অভিনয় করেছেন চূর্ণীও।
![Kaushik Ganguly Birthday: 'লক্ষ্মী বাবার কোলে লক্ষ্মী ছেলে', ছোটবেলার ছবিতে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা উজানের Actor Ujaan Ganguly posted a childhood picture with father Kaushik Ganguly to wish the director happy birthday Kaushik Ganguly Birthday: 'লক্ষ্মী বাবার কোলে লক্ষ্মী ছেলে', ছোটবেলার ছবিতে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা উজানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/04/340e0499fc7a742d48ee5b4b57ed7f681659633190_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাবার জন্মদিন (Birthday)। ছেলের জন্যও তা বিশেষ হওয়ারই কথা। তার ওপর কিছুদিনের মধ্যেই বাবা-ছেলের অনবদ্য যুগলবন্দি প্রকাশ্যে আসবে দর্শকদের সামনে। তার আগে বাবার জন্য জন্মদিন স্পেশাল মিষ্টি পোস্টে অনুরাগীদেরও মন জয় করলেন ছেলে। হ্যাঁ ঠিকই ধরেছেন। কথা হচ্ছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Director Kaushik Ganguly) ও অভিনেতা উজান গঙ্গোপাধ্যায়ের (Actor Ujaan Ganguly)।
'লক্ষ্মী বাবার কোলে লক্ষ্মী ছেলে'
৪ অগাস্ট 'লক্ষ্মী ছেলে' পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে সোশ্যাল মিডিয়া ভরেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রতি জন্মদিনের শুভেচ্ছায়। শিল্পীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন অনেক অনুরাগীও। আর সন্ধ্যা নামতেই ছোটবেলার মিষ্টি একটি ছবি পোস্ট করে বাবাকে শুভেচ্ছা জানালেন উজান।
অল্পবয়সী কৌশিক গঙ্গোপাধ্যায়। কোলে একরত্তি উজান। থ্রোব্যাক এই ছবি পোস্ট করে উজান লেখেন, 'পরিচালকের কোলে অভিনেতা; লক্ষ্মী বাবার কোলে লক্ষ্মী ছেলে। তোমার পায়ের ছাপে পা রেখে হাঁটছে এই বাচ্ছাটাই। এ যাত্রায় শুরু হলো আজীবনের এক বন্ধুত্ব। তোমার গল্পগুলো দুরন্ত জোনাকির মতো আলোকিত করে তুলুক আমাদের অন্ধকার সিনেমা হলের জনঅরণ্যকে। শুভ জন্মদিন, বাবা।' (অপরিবর্তিত)
View this post on Instagram
প্রসঙ্গত, আগামী ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত, উজান গঙ্গোপাধ্যায় অভিনীত 'লক্ষ্মী ছেলে'। গত ৩০ জুলাই ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয়, 'এখনও তারা নির্ভীক... এখনও তাদের স্পর্ধা আছে রুখে দাঁড়ানোর... মানুষের বাঁচা মরা তাদের এখনও ভাবায়... তাই ওরাই আমাদের লক্ষ্মী ছেলে!' এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)