Nusrat-Yash Twinning: যশরতের 'ট্যুইনিং', সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই কমেন্ট অনুরাগীদের
Nusrat-Yash Twinning: সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। বিশেষত বিতর্কে জড়ানোর পর থেকে তাঁদের প্রোফাইলে বিশেষ নজর দিয়ে রাখেন অনুরাগীরাই। আজ সন্ধেয় পোস্ট হওয়া একটি ছবি নজর কাড়ল।
কলকাতা: যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহানের (Nusrat Jahan) ট্যুইনিং (Twinning)। সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের প্রোফাইলে ছবি পোস্ট করলেন দুই তারকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় একই সময়ে একই পোশাকে ছবি পোস্ট করলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। ঠান্ডা পড়েছে তাঁদের দেখে বেশ বোঝা যাচ্ছে। তাই তো ডিসেম্বরের সন্ধ্যায় হুডি জ্যাকেট পরে ছবি দিলেন যশরত। জ্য়াকেটের ওপরে হলুদ রঙের স্মাইলি। তাতে লেখা 'ড্রিউ' (Drew)।
ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল কয়েকটা স্মাইলি ইমোজি দিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে একই পোশাকে একই লোকেশনে দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ক্যাপশনে রোদচশমা পরা স্মাইলি। ছবি পোস্ট হতেই অনুরাগীদের প্রশংসায় পঞ্চমুখ।
View this post on Instagram
View this post on Instagram
ছবি দেখেই স্পষ্ট। যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে যে যাই বলুক না কেন, তাঁরা রয়েছেন নিজেদের মতো। উপভোগ করছেম জীবন।
আরও পড়ুন: Vicky Katrina Wedding: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ