Hansika Motwani Wedding: বিয়ে সারলেন হংসিকা-সোহেল! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'ডি-ডে'র ছবি
Hansika-Sohael Marriage Picture: বিয়ের দিনে ট্রেডিশনাল পোশাকে সেজেছিলেন হংসিকা। লাল লেহঙ্গায় অপরূপা হংসিকা। সঙ্গে আইভরি শেরওয়ানিতে সেজেছিলেন বর। সিন্ধি প্রথা মেনে দম্পতি সাত পাকে বাঁধা পড়েছেন।
নয়াদিল্লি: চার হাত এক হল হংসিকা মোতওয়ানি (Hansika Motwani) ও সোহেল কাঠুরিয়ার (Sohael Kathuriya)। জয়পুরের (Jaipur) 'মুন্ডতা ফোর্ট অ্যান্ড প্যালেস'-এ (Mundota Fort and Palace) বিয়ে সারলেন অভিনেত্রী হংসিকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের ছবি। অভিনেত্রীর একাধিক ফ্যানক্লাব পেজ থেকে শেয়ার করা হয়েছে বিয়ের দিনের ছবি ও ভিডিও।
হংসিকা-সোহেলের বিয়ের ছবি ভাইরাল
বিয়ের দিনে ট্রেডিশনাল পোশাকে সেজেছিলেন হংসিকা। লাল লেহঙ্গায় অপরূপা হংসিকা। সঙ্গে আইভরি শেরওয়ানিতে সেজেছিলেন বর। সূত্রের খবর, সিন্ধি প্রথা মেনে দম্পতি সাত পাকে বাঁধা পড়েছেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় অজস্র ছবি ভাইরাল হয়েছে বিয়ের দিনের। একটি ছবিতে দেখা যাচ্ছে হংসিকা তাঁর বন্ধুদের সঙ্গে পোজ দিয়েছেন। অপর একটি ভিডিওয় দেখা যাচ্ছে হংসিকা ও সোহেল হাতে হাত ধরে বিয়ের মণ্ডপের দিকে এগোচ্ছেন। মালা বদলের সময়ে আতসবাজির রোশনাইয়ে ভরে ওঠে চারিদিক।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: Akshay Kumar: 'ফির হেরা ফেরি'র দৃশ্যের নকল, অনুরাগীর কাণ্ডে আপ্লুত পর্দার 'রাজু'
View this post on Instagram
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। ভাইরাল হয়েছিল তাঁদের 'প্রি-ওয়েডিং' বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও ভিডিও। সাধারণ সঙ্গীত, মেহেন্দি বা গায়ে হলুদ অনুষ্ঠানের বদলে এই দম্পতি আয়োজন করেছিলেন সুফি নাইটের। গত সপ্তাহে 'মাতা কি চৌকি' যাওয়া দিয়ে বিয়ের অনুষ্ঠানের সূচনা হয় বলে খবর সূত্রের। তখনও ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। এক বিনোদন সংস্থা সূত্রে খবর, জয়পুরে বিয়ে হলেও হংসিকা চেয়েছিলেন মুম্বই থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হোক।
সোশ্যাল মিডিয়ায় গত নভেম্বরেই নিজের সম্পর্কের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন সোহেল কাঠুরিয়া। ব্যাচেলরেট পার্টির জন্য হংসিকা ও তাঁর বন্ধুরা উড়ে গিয়েছিলেন গ্রিসে।