Janhvi Kapoor: শ্রীদেবীর জন্মবার্ষিকীতে তিরুপতি মন্দিরে পুজো দিলেন তারকা কন্যা জাহ্নবী কপূর
Sridevi Birth Anniversary: প্রত্যেক বছরই শ্রীদেবীর জন্মদিনে বালাজি মন্দিরে পৌঁছন জাহ্নবী। এখন তাঁর এটা নিয়মের মতো হয়ে গিয়েছে। ফের একটা ১৩ অগাস্ট, আবারও জাহ্নবীকে আজ সকালে দেখা গেল মন্দিরে।
নয়াদিল্লি: মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে (Tirupati Temple) পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhavi Kapoor)। আজ প্রয়াত তারকা অভিনেত্রী শ্রীদেবীর জন্মবার্ষিকী (Sridevi Birth Anniversary)। তাই এই বিশেষ দিনে পুজো দিতে পৌঁছলেন শ্রীদেবী-কন্যা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাকে শুভেচ্ছাও জানিয়েছেন জাহ্নবী।
তিরুপতি মন্দিরে পুজো দিলেন জাহ্নবী কপূর
অভিনেত্রী জাহ্নবী কপূর মঙ্গলবার বেঙ্কটেশ্বরের পুজো দিলেন তিরুপতি মন্দিরে গিয়ে। মায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তীর্থস্থানে দেখা মিলল তাঁর। এদিনও অভিনেত্রীর সঙ্গে মন্দিরে দেখা যায় শিখর পাহাড়িয়াকে, যাঁর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রয়েছে।
প্রত্যেক বছরই শ্রীদেবীর জন্মদিনে বালাজি মন্দিরে পৌঁছন জাহ্নবী। এখন তাঁর এটা নিয়মের মতো হয়ে গিয়েছে। ফের একটা ১৩ অগাস্ট, আবারও জাহ্নবীকে আজ সকালে দেখা গেল মন্দিরে, একেবারে সাবেকি পোশাকে। দর্শন সারেন প্রাণ ভরে।
জাহ্নবী কপূরকে এদিন দেখা গেল হলুদ ঐতিহ্যবাহী শাড়িতে। যার যোগ্য সঙ্গতে ছিল ফিরোজা নীল রঙের ব্লাউজ, এছাড়া অভিনেত্রীর পরনে ছিল সোনালী দুল, হার, কোমরবন্ধ ও হাতে চুড়ি। এদিন পুজো দিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায়ও ছবি পোস্ট করেন জাহ্নবী। মায়েক সঙ্গে ছোটবেলার ছবির সঙ্গে আজকের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন মাম্মা। আই লাভ ইউ।'
View this post on Instagram
আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে সরব বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত, CBI তদন্তের 'আশা' অভিনেত্রীর
১৯৬৩ সালে জন্ম নেন শ্রীদেবী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। দুবাইয়ে সপরিবারে এক বিয়েবাড়িতে যোগ দিতে গিয়েছিলেন তারকা। সেখানেই মৃত্যু হয় তাঁর, যে খবরে স্তব্ধ হয়ে যায় বিনোদন দুনিয়া থেকে দর্শক মহল সকলেই। এদিন শ্রীদেবীর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে স্টোরিতে ছোটবেলার ছবি পোস্ট করেছেন তাঁর ছোট মেয়ে খুশিও। শুভেচ্ছা ভালবাসা জানিয়ে পোস্ট করেছেন শ্রীদেবীর স্বামী, প্রযোজক বনি কপূর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।