Actress harassed in Kolkata: ফের শহরে হেনস্থার শিকার আরও এক অভিনেত্রী, এবার অভিযুক্ত একজন মহিলা!
Mishmee Das: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিষয়টাই জানালেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?
কলকাতা: ফের কলকাতার বুকে হেনস্থার স্বীকার আরও এক অভিনেত্রী! গাড়ি পার্কিং নিয়ে বচসা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গোটা বিষয়টাই জানালেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das)। ঠিক কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?
সোশ্যাল মিডিয়ায় আজ এক মহিলার ছবি হঠাৎ পোস্ট করেন অভিনেত্রী। তিনি একটি গাড়ি ধরে দাঁড়িয়ে রয়েছেন। দেখলেই বোঝা যায়, ছবিটি দূর থেকে তোলা। এই ছবিটি পোস্ট করে মিশমি একটি লম্বা পোস্ট করেন। তাঁর কথায়, 'কয়েক মিনিট আগের ঘটনা। একটা ইভেন্টের জন্য আমি বেরোচ্ছিলাম। আর আমার মা এবং অন্যান্য আত্মীয়রা বাড়িতে প্রবেশ করছিল। গড়িয়া ঢালাই ব্রীজের কাছে আমাদের বাড়ি। এই ভদ্রমহিলা এবং ওঁর স্বামী ঠিক আমাদের বাড়ির দরজার সামনে নিজেদের গাড়িটি দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। আমার নিজের গাড়িটা, আমারই নিজের বাড়ির সামনে আসার জন্য জায়গা পাচ্ছিল না। তখন আমার মা ওঁদের বলেন গাড়িটা গেটের সামনে থেকে একটু সরিয়ে নিতে। এই কথা শুনে ওই মহিলা আমার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে, কটূ কথা বলতে থাকে। গাড়িটা গেট থেকে সরিয়ে নিলেও তাঁদের কটূ কথার জের থামেনি। সমানে ওই কটূক্তির মুখে পড়ে আমি গাড়ি থেকে বেরিয়ে আসি এবং ওদের গাড়ির নম্বর প্লেটের একটা ছবি তুলি। এই ঘটনার সঙ্গে সঙ্গে ওই মহিলা গাড়ি থেকে বেরিয়ে আসে এবং আমায় নিজের গাড়িতে ঢোকা থেকে বিরত করতে চেষ্টা করেন। এরপরে আমায় ওই মহিলা বলেন ছবিটা মুছে ফেলতে। আমি ছবি মুছব না জানিয়ে গাড়িতে উঠে পড়ি। সঙ্গে সঙ্গে ওই মহিলা আমার গাড়ির ভিতর হাত ঢুকিয়ে আমার একটা ছবি তোলেন, তারপরে বলেন, 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম খারাপ কীভাবে করি এবার দেখুন'। এই আমাদের শহরে নিরাপত্তার নজির? আমার তাড়া ছিল বলে আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপরে শুনলাম ওই মহিলা ওখানেই দাঁড়িয়ে আমাদের আত্মীয়দের ও আমার মাকে আরও ২০ মিনিট ধরে বিভিন্ন অপমানজনক কথা শুনিয়েছে। পুলিশ এসে গোটা বিষয়টা থামানোর চেষ্টা করে। ওই মহিলা হুমকি দেন যে তিনি আমার কেরিয়ার নষ্ট করে দেবেন। আমার বাড়িতে সদ্য় যা ঘটে গেল, তারপরেও কি আমার বলা উচিত যে আমি নিরাপদে রয়েছি? ভাগ্যিস আমার মা ছিল নাহলে জানি না কী হত।'
আরও পড়ুন: Amy Jackson Wedding: সবসময় সঙ্গেই থাকল ছেলে, এড ওয়েস্টউইকের সঙ্গে স্বপ্নের বিয়ে অ্যামি জ্যাকসনের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।