Priyanka Chopra: মেয়ের 'সর্বক্ষণের সঙ্গী' গণেশ! মালতী মেরির গণপতি বন্দনার ছবি পোস্ট প্রিয়ঙ্কার
Malti Marie: ইনস্টাগ্রামে বুধবার বেশ কিছু আদুরে ছবি পোস্ট করেন বলিউডের 'দেশি গার্ল'। একগুচ্ছ ছবিতে ক্যামেরাবন্দি গণেশের সঙ্গে মালতী মেরির বেশ কিছু ক্যান্ডিড মুহূর্ত।
![Priyanka Chopra: মেয়ের 'সর্বক্ষণের সঙ্গী' গণেশ! মালতী মেরির গণপতি বন্দনার ছবি পোস্ট প্রিয়ঙ্কার Actress Priyanka Chopra shares adorable pictures of daughter Malti Marie from Ganesh Chaturthi celebrations Priyanka Chopra: মেয়ের 'সর্বক্ষণের সঙ্গী' গণেশ! মালতী মেরির গণপতি বন্দনার ছবি পোস্ট প্রিয়ঙ্কার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/ada00a9a27d72d9963d6de2683a2e3e91695208024501229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লস অ্যাঞ্জেলস: বছরের বেশিরভাগ সময়ই কাটে বিদেশে। তাও মনেপ্রাণে যে তিনি ভারতীয়। বুধবার একরত্তি কন্যা মালতী মেরির (Malti Marie) গণেশ চতুর্থী (Ganesh Chaturthi 2023) পালনের মিষ্টি ছবি পোস্ট করলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। কিন্তু এখানে নেই কোনও মূর্তি, পুঁচকের সফট টয় (Soft Toy) গণেশই তার সর্বক্ষণের সঙ্গী।
মালতী মেরির গণেশ চতুর্থী পালন!
ইনস্টাগ্রামে বুধবার বেশ কিছু আদুরে ছবি পোস্ট করেন বলিউডের 'দেশি গার্ল'। একগুচ্ছ ছবিতে ক্যামেরাবন্দি গণেশের সঙ্গে মালতী মেরির বেশ কিছু ক্যান্ডিড মুহূর্ত। পোস্টেই অভিনেত্রী খোলসা করেন যে মেয়ে সর্বত্র তার খেলনা গণেশকে সঙ্গে করে নিয়ে চলে।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে সাদা জামা পরে আছে খুদে। হাতে চেপে ধরে রয়েছে গণপতিকে। পাশে জ্বলছে পুজোর ধুপ। খুদের গণেশ চতুর্থী স্পেশাল পোশাকে দেখা গেল হাতে বালা, কপালে টিপ। অপর একটি ছবিতে দেখা গেল বাড়ির মন্দিরে গণেশের মূর্তির পাশেই বসানো হয়েছে মালতীর প্রিয় গণেশকে। একটি ছবিতে দেখা গেল গণেশকে জড়িয়ে ধরে রয়েছে মালতী। শেষ ছবিতে মা-মেয়ের আদুরে আলিঙ্গন। পিগি চপসকে গাঢ় গোলাপী কুর্তা পরে দেখা গেল সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'একটি মেয়ে ও তার গণপতি। সবসময়ে আমাদের সঙ্গে... যেখানেই আমরা যাই না কেন...।'
View this post on Instagram
প্রিয়ঙ্কা চোপড়া ছবির গুচ্ছ পোস্ট করতেই কমেন্টের বন্যা। একজন লেখেন, 'মালতী কত বড় হয়ে গেছে মা-বাবার মতোই সুন্দর হয়েছে।' অপর একজন লেখেন, 'সবচেয়ে সুন্দর খুদে'। আরও একজন লেখেন, 'আপনি সমস্ত ভারতীয় সংস্কৃতি শিখিয়ে সন্তানকে বড় করছেন দেখে গর্ব হয় ম্যাম। ছোট্ট মিষ্টি বাচ্চা।'
আরও পড়ুন: 'Biyer Phool': জনপ্রিয় 'বিয়ের ফুল' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন, অভিনয়ে মৌসুমী ভট্টাচার্য
প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে হয় ২০১৮ সালে, খ্রিষ্টান ও হিন্দু মতে, যোধপুরের উময়েদ ভবন প্যালেসে। ২০২২ সালে জানুয়ারি মাসে তাঁরা সারোগেসির মাধ্যমে তাঁদের প্রথম সন্তান মালতী মেরির আগমনের খবর দেন।
কর্মক্ষেত্রে প্রিয়ঙ্কা চোপড়াকে শেষ দেখা গেছে 'সিটাডেল'-এ। এছাড়া তাঁকে দেখা যাবে 'হেডস অফ স্টেট', 'নোবডি'তে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)