Adidev Yuvaan: প্রথমবার দেখা আদিদেব ইউভানের, ছবি শেয়ার করলেন সুদীপা
প্রথমবার দেখা হল দুই খুদের। মায়েদের কোলে চেপে পাশাপাশি দুই তারকা সন্তান। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি ভাগ করে নিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়
কলকাতা: প্রথমবার দেখা হল দুই খুদের। মায়েদের কোলে চেপে পাশাপাশি দুই তারকা সন্তান। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি ভাগ করে নিলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। তাঁর কোলে রয়েছে ছোট্ট আদিদেব। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তাঁর কোলে ছোট্ট ইউভান (Yuvaan)।
বৃহস্পতিবার সকালে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সুদীপা। সেইসঙ্গে তিনি লিখেছেন, 'আদি আর ইউভান এই প্রথম একে অপরের সঙ্গে দেখা করছে। তবে আদি এখনও ওর প্রথম প্রেম শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেই ভালোবাসে।' ছবিতে দেখা যাচ্ছে, শুভশ্রী ও সুদীপার কোলে হাসিখুশি দুই খুদেকে।
সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মাঝে মাঝেই ছেলের নানা কীর্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এদিন ইউভানকে খানিক অন্য অবতারে দেখা গেল। কড়া শাসন কাকে বলে বুঝিয়ে দিচ্ছে একরত্তি। তার বকুনি শুনে পোষ্য আর অবজ্ঞা করার সাহস পায়নি। চুপচাপ নিজের খাবার খেয়ে নিতে শুরু করে। কিন্তু 'রাগী' ইউভান তাও শান্ত হয় না। প্রচুর বকা দেওয়ার পর শুভশ্রীর আবেদন 'খাচ্ছে তো। ও তো নিজের খাবার খাচ্ছে।' পুঁচকের কীর্তি দেখে হেসে কুটোপাটি বাড়ির লোকজন। ভিডিও শেষে শুভশ্রীকে বলতে শোনা গেল 'থ্যাঙ্ক ইউ ইউভান'। ছোট্ট ছেলের এমন কড়া শাসনের ভিডিও দেখে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী ফলক রশিদ রায়। লিখেছেন 'ভীষণ মিষ্টি ইউভান।' ভালবাসা জানিয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্তও।
আরও পড়ুন: প্রয়াত 'আনন্দ' অভিনেতা রমেশ দেও
সদ্য সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও ভাগ করে নিয়েছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে বাড়ির মধ্যেই একটি গাড়ি নিয়ে খেলছে ইউভান। ভিডিওটি বানিয়েছেন শুভশ্রী স্বয়ং। সেখানে নায়িকাকে বলতে শোনা যাচ্ছে, 'হাসিটা কিরকম দেখাও!' এরপরেই হাসির মত অভিনয় করে গাড়ি হাতে ছুটছে ইউভান। সেই হাসিকে অবশ্য কান্না বলে মনে হয়েছে নায়িকার। ভিডিওতে তিনি বলছেন, 'এটা তোমার অভিনয়ের হাসি না অভিনয়ের কান্না?' তার উত্তর অবশ্য দেয়নি ইউভান। নিজের মনেই সে হাসি ও কান্না দেখিয়ে গিয়েছে। ভিডিওটা পোস্ট করে শুভশ্রী লিখেছেন, 'ওর বয়স এখনও দেড় বছরও হয়নি।'