এক্সপ্লোর
Advertisement
২৬ বছর পর ফের একসঙ্গে, বাবা-ছেলের চরিত্রে ‘১০২ নট আউট’ ছবিতে অমিতাভ-ঋষি!
মুম্বই: ২৬ বছর পর ফের একসঙ্গে স্ক্রিন-স্পেস শেয়ার করতে চলেছেন অমিতাভ বচ্চন-ঋষি কপূর। ছবির নাম ‘১০২ নট আউট’। এটা একটি রোম্যান্টিক কমেডি। ছবিতে বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন বিগ বি এবং ঋষি। এখানে বিগ বি-র বয়স ১০২ বছর এবং তাঁর অনস্ক্রিন ছেলে ঋষি কপূরের বয়স ৭৫ বছর। ছবির ফার্স্ট লুক টুইটারে শেয়ার করেছেন তরণ আদর্শ।
বলিউডের এই দুই তারকা অভিনেতাকে বহু বছর পর ফের এক ছাদের তলায় যে এনেছেন সেই পরিচালক হলেন উমেশ শুক্লা। ছবিটি একটি গুজরাতি নাটক 'সৌম্য জোশী' থেকে অনুপ্রাণিত। ছবির শ্যুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। এখানে দুই তারকাই গুজরাতির চরিত্রে অভিনয় করছেন। সেইজন্যে ছবিতে দুই অভিনেতাকে গুজরাতি বলতেও শোনা যাবে বলে জানাচ্ছেন ছবির পরিচালক। ছবির পুরো শ্যুটিংই হবে মুম্বইয়ে। জুলাইয়ের মধ্যে শ্যুট শেষ করার ইচ্ছে রয়েছে পরিচালকের। অমিতাভ এবং ঋষি দুজনেই এর আগে তাঁদের বয়সের চেয়ে বেশি বৃদ্ধের চরিত্রে অভিনয় করেছেন এবং প্রশংসাও কুড়িয়েছেন। এবার এই রোম্যান্টিক কমেডির সৌজন্যে দুই মহাতারকার থেকে বিশেষ কিছু পাওয়ার অপেক্ষায় রইলেন দর্শকরা।Amitabh Bachchan and Rishi Kapoor reunite after almost 3 decades for director Umesh Shukla's #102NotOut... Filming commences in Mumbai... pic.twitter.com/hnaTnpZm1f
— taran adarsh (@taran_adarsh) May 19, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement