Mithun Chakraborty: 'মহাগুরুর মহাভোজ', কলকাতা এসে কী খেলেন মিঠুন চক্রবর্তী?
পছন্দের সমস্ত খাবার দিয়ে ভোজ সারলেন। তাঁর সঙ্গে কথা বললেন এবিপি আনন্দে প্রতিনিধি।
অতসী মুখোপাধ্যায়, কলকাতা: গতকাল বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে যোগ গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্তমানে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য তিনি। আর বৈঠক শেষে আজ একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল 'মহাগুরু'কে। পছন্দের সমস্ত খাবার দিয়ে ভোজ সারলেন। তাঁর সঙ্গে কথা বললেন এবিপি আনন্দে প্রতিনিধি।
'মহাগুরুর মহাভোজ'-
গতকাল রাজনৈতিক বৈঠক সেরেই আজ নতুন ছবির শ্যুটিং শুরু করে দিলেন মিঠুন চক্রবর্তী। এক ছবিতে তিনি অভিনয় করছেন টলিউডের আর এক সুপারস্টার দেবের (Dev) সঙ্গে। পরিচালক অভিজিৎ সেনের ছবি 'প্রজাপতি'তে (Prajapoti) দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। এছাড়াও ৪৬ বছর পর এক ছবিতে অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর। মৃণাল সেনের 'মৃগয়া' ছবির পর ফের এত বছর বাদে দুই তারকা একসঙ্গে এক ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন। আজ সল্টলেকের আইএ ব্লকে ছবির শ্যুটিং শুরু হল। এরপর তিনি জানালেন যে, তাঁর প্রিয় ভাত, ডাল, ঢি, বিউলি ডাল, পোস্ত, ডিম সমেত ইলিশ মাছ, পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে তিনি খাওয়া দাওয়া সেরেছেন।
আরও পড়ুন - Darlings Teaser: 'ব্যাং আর বিছে কি বন্ধু হতে পারে?', আলিয়ার ডার্ক কমেডি 'ডার্লিংস'-এর টিজার তুলল অনেক প্রশ্ন
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই আগামী ছবি 'প্রজাপতি'র ঘোষণা করেন টলিউড সুপারস্টার দেব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেব অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা ফের আসছি ২০২২-এর ২৩ ডিসেম্বর আমাদের স্বপ্নের প্রোজেক্ট নিয়ে।' সেই ছবিরই এবার শ্যুটিং শুরু হল। দেব নিজে তৃণমূল কংগ্রেসের সাংসদ। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য। দুজন দুটো আলাদা রাজনৈতিক দলের কর্মী হওয়ার ফলে কি ছবিতে তার কোনও প্রভাব পড়বে? এই প্রশ্ন একেবারেই মানতে নারাজ 'মহাগুরু'। তাঁর কথায়, রাজনীতি আলাদা জায়গায়। অভিনয় আলাদা জায়গায়। পেশাদার মানুষদের কাছে কোনওভাবেই দুটো এক হতে পারে না।