The Kapil Sharma Show: ভারতী-ক্রুষ্ণার পর 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন সিদ্ধার্থ সাগর! কারণ...
Sidharth Sagar: এর আগে আলি আসগর, সুনীল গ্রোভার এবং চন্দন প্রভাকরের মতো কৌতুক অভিনেতারা 'দ্য কপিল শর্মা শো' ছাড়েন। এবং নেট দুনিয়ায় তার কারণও জানান।
মুম্বই: ফের খবরের শিরোনামে জনপ্রিয় কমে়ডি শো 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। জনপ্রিয় এই শোয়ের নতুন সিজন শুরু হওয়ার পর থেকে একে একে সমস্ত কমেডিয়ানরা শো ছেড়ে দিচ্ছেন। ভারতী সিংহ, ক্রুষ্ণা অভিষেক এই শো ছেড়েছেন। শো ছাড়ার কারণও জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল সিদ্ধার্থ সাগরের নাম। তিনিও ছাড়লেন 'দ্য কপিল শর্মা শো'। প্রসঙ্গত, এর আগে আলি আসগর, সুনীল গ্রোভার এবং চন্দন প্রভাকরের মতো কৌতুক অভিনেতারা 'দ্য কপিল শর্মা শো' ছাড়েন। এবং নেট দুনিয়ায় তার কারণও জানান। এক এক জনের এক এক কারণ ছিল এই শো ছাড়ার পিছনে। তবে, সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হওয়ার কারণে 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন সিদ্ধার্থ সাগর (Sidharth Sagar)।
কী কারণে 'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন সিদ্ধার্থ সাগর?
সম্প্রতি বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো' ছেড়েছেন সিদ্ধার্থ সাগর। যিনি সেলফি মুনসি, উস্তাদ ঘরছোড়দাস, ফানবীর সিংহ (রণবীর সিংহের মিমিক) এবং সাগর পাগলেটুর ভূমিকায় অভিনয় করতেন। সূত্রের খবর, নির্মাতাদের কাছে সিদ্ধার্থ তাঁর পারিশ্রমিক বৃদ্ধির কথা বলেন। কিন্তু এখনই সিদ্ধার্থের পারিশ্রমিক বাড়াতে চাননি নির্মাতারা। এরপরই শো ছাড়ার সিদ্ধান্ত নেন সিদ্ধার্থ।
অনেকেই জানেন না, 'দ্য কপিল শর্মা শো'-এর শ্যুটিং করার জন্যই দিল্লি থেকে মুম্বইতে থাকতে শুরু করেন সিদ্ধার্থ সাগর। শো ছাড়ার পর তিনি ফের দিল্লিতে ফিরে গিয়েছেন। এবং সূত্রের খবর, তিনি আর নাও ফিরে আসতে পারেন। এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে সিদ্ধার্থের সঙ্গে এই সম্পর্কে যোগাযোগ করা হয়েছিল। সিদ্ধার্থ বলেন, 'এমন কোনও কথা নেই। আমি এখনই এই বিষয়ে কিছু বলতে পারব না। কারণ, আমরা এখনও এই বিষয় নিয়ে কথাবার্তা বলছি। কথাবার্তা চলছে। দেখা যাক কী হয়।' যদিও সিদ্ধার্থ সাগরের 'দ্য কপিল শর্মা শো' ছাড়ার সম্পর্কে অফিশিয়ালি কিছু জানা যায়নি।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: শমিতার সঙ্গে সম্পর্ক কী, স্পষ্ট করে জানিয়ে দিলেন আমির
প্রসঙ্গত, 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে দেখা যানি ক্রুষ্ণা অভিষেককে। শুরুতেই তিনি জানিয়ে দেন যে, নতুন সিজনে তিনি থাকছেন না। কপিল শর্মার সঙ্গে সমস্যা নয় বরং, নির্মাতাদের সঙ্গে সমস্যা থাকার কারণেই তিনি এই শো ছেড়েছেন বলে জানা যায়। পাশাপাশি কিছুদিন আগেই আলি আসগর এই শো ছাড়ার প্রসঙ্গে মুখ খোলেন। তাঁর অভিনীত চরিত্রে কোনও নতুনত্ব না থাকায় তিনি একঘেয়েমি অনুভব করছিলেন। তাই তিনি এই শো ছাড়েন বলে জানিয়েছিলেন।