Aindrila Health Update: সারা রাতে অন্তত ১০ বার হার্ট অ্যাটাক ঐন্দ্রিলার, সিপিআর দিয়ে পরিস্থিতি সামলালেন চিকিৎসকেরা
Actress Aindrila Sharma Health Update: শনিবার সন্ধেয় হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী। অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছিলেন অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে।
কলকাতা: সারা রাত জুড়ে একের পর এক হার্ট অ্যাটাক। অন্তত ১০ বার। প্রত্যেকদিন যেন একধাপ করে কঠিন হয়ে যাচ্ছে ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র লড়াইটা। শনিবারই অভিনেত্রীর অবস্থা সংকটজনক ছিল। এদিন সন্ধেয় মৃদু কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিল ঐন্দ্রিলা। কিন্তু শনিবার রাতে যেন পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে হয়ে উঠল। হাসপাতাল সূত্রে খবর, সারারাতে অন্তত ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে অভিনেত্রীর।
এখন সিপিআর দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। কার্ডিয়াক অ্যারেস্টের পরে সিপিআর দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। কিন্তু তাঁর স্বাস্থ্যের কোনওরকম উন্নতি নেই। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকেরা সবসময় ঐন্দ্রিলার সঙ্গেই রয়েছেন। প্রয়োজনমতো অন্য হাসপাতাল থেকে ডেকে আনা হয়েছে বিশেষজ্ঞদেরও। কিন্তু ঐন্দ্রিলার মুখে কোনও সাড় নেই। হাত পা নড়ছে না। বরং দ্রুত অবনতি হচ্ছে তাঁর স্বাস্থ্যের।
বৃহস্পতিবার রাত থেকেই রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে অভিনেত্রীর। ওষুধের ডোজ বাড়ানো হয়ে। বারে বারে বদল করা হয়েছে অ্যান্টিবায়োটিকও। কিন্তু কড়া অ্যান্টিবায়োটিকেও অভিনেত্রীর স্বাস্থ্যের তেমন উন্নতি হচ্ছে না। বরং বেড়েছে ভেন্টিলেশন নির্ভরতা, শরীরের চাপমাত্রাও অনিয়ন্ত্রিত।
গতকাল অর্থাৎ শনিবার সন্ধেয় হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত পোস্ট মুছে ফেলেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরী। অনুরাগীরা উদ্বিগ্ন হয়েছিলেন অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে। কোন আশঙ্কা থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেছিলেন সব্যসাচী, তার উত্তর মেলেনি। তবে রবিবার সকালে ঐন্দ্রিলার স্বাস্থ্যের খবর কয়েক গুণ আশঙ্কা বাড়িয়ে দিন অনুরাগীদের। ঐন্দ্রিলা লড়ছেন। আপ্রাণ। আর তাঁকে ভালবাসায় বাঁধবার চেষ্টা করছেন শত শত মানুষ।
ফিরে আসুন ঐন্দ্রিলা.. অনেক স্বপ্ন বাকি।