Aishwarya Rai Bachchan: কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্য়ার সঙ্গে ফ্রান্স পাড়ি দিলেন বচ্চনবধূ
Cannes 2023: প্রত্য়েক বছরই ঐশ্বর্য রাই বচ্চনের 'কান লুক' ঝড় তোলে অনুরাগীদের মনে। পোশাক থেকে মেকআপ, সবকিছুতেই নিখুঁত ভাবে ধরা দেন অভিনেত্রী।
কলকাতা: শুরু হয়ে গেছে ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। জনি ডেপের ছবি 'জিন ডু ব্যারি' (Jeanne du Barry) দিয়ে শুরু হয়েছে এই ফেস্টিভ্য়াল। দেশ-বিদেশ থেকে নামী দামী সেলিব্রিটিরা ইতিমধ্য়েই যোগ দিচ্ছেন এই উৎসবে। আর কান উৎসবে যোগ দিতে মেয়ে প্রতি বছরের মত এবারও আরাধ্য়ার সঙ্গে ফ্রান্স পাড়ি দিলেন বচ্চনবধূ। কালো পোশাকে এদিন মুম্বই বিমানবন্দরে পাপারাজিৎদের ক্য়ামেরাবন্দি হলেন অভিনেত্রী।
প্রত্য়েক বছরই ঐশ্বর্য রাই বচ্চনের 'কান লুক' ঝড় তোলে অনুরাগীদের মনে। পোশাক থেকে মেকআপ, সবকিছুতেই নিখুঁত ভাবে ধরা দেন অভিনেত্রী। তাই আশা করা হচ্ছে এবারও ভক্তদের নিরাশ করবেন না 'হাম দিল চুকে সনম' নায়িকা।
প্রসঙ্গত, মণি রত্নম (Mani Ratnam) নিয়ে আসছেন তাঁর ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান'-এর দ্বিতীয় ভাগে দেখা মিলছিল ঐশ্বর্য রাই বচ্চনের।। আর সেখানে নন্দিনীর বেশে নজর কেড়েছিলেন তিনি (Aishwarya Rai Bachchan)। সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে এই ছবি। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও রমরম করে চলছে 'পোনিয়িন সেলভান ২' । পাঁচ দিনেই বিশ্বব্য়াপী ২৩০ কোটির ব্য়বসা করেছে এই ছবি।
আরও পড়ুন...
চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি, কার্তি, তৃষা কৃষ্ণণ, আর শরৎকুমার, জয়রাম, প্রভু, ঐশ্বর্য লেক্ষ্মী, সোভিতা ধুলিপালা, বিক্রম প্রভু, প্রকাশ রাজ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।
উল্লেখ্য় 'পোনিয়িন সেলভান ১' বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল এই ছবি। মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে এই ছবি তৈরি করেছেন। বিভিন্ন রিভিউ অনুযায়ী, 'পোনিয়িন সেলভান ২' তাঁর প্রথম অংশের থেকেও বেশি পছন্দ করেছে দর্শক।
প্রসঙ্গত, 'পোনিয়ন সেলভান ২'-এর (Ponniyin Selvan 2) -এর গান 'পি এস অ্যান্থেম' ও (PS Anthem) পছন্দ করেছে দর্শক। এ আর রহমানের (AR Rahman) সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার (Gulzar)। সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) গানের কথা ঘোষণা করেছিলেন।