Aishwarya Rai Bachchan: আঙুলে ফিরল 'বিয়ের আংটি', অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন ঐশ্বর্যা
Abhishek-Aishwarya: প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাঁটলেন 'লরিয়েল' সংস্থার প্রতিনিধি হিসেবে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। প্যারিসে তাঁকে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায়।
নয়াদিল্লি: ২০০৭ সালে বিয়ে সারেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরেই বলিউডে গুঞ্জন তাঁদের সম্পর্কে নাকি ছেদ পড়েছে। শীঘ্রই নাকি তাঁদের বিচ্ছেদ হতে পারে বলে জল্পনা তুঙ্গে। যদিও এই বিষয়ে তারকা দম্পতির কেউই কখনও মুখ খোলেননি। তবে সম্প্রতি একবার অভিনেত্রীকে বিয়ের আংটি (wedding ring) ছাড়া ক্যামেরাবন্দি হতে দেখে সেই আগুনে ঘি পড়ে। কিন্তু জল্পনার অবসান ঘটাল প্যারিস ফ্যাশন উইকে (Paris Fashion Week) ঐশ্বর্যার সাজ, সেখানে তাঁর হাতে ফের দেখা মিলল আংটির।
অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের গুঞ্জন, অভিনেত্রীকে দেখে মিলল উত্তর?
প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে হাঁটলেন 'লরিয়েল' সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। প্যারিসে তাঁকে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। যে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে অভিনেত্রীর ডান হাতের অনামিকায় একটি আংটি পরে রয়েছেন। সাধারণত ওই আঙুলেই থাকে বিয়ের আংটি। যদিও ভিডিওতে স্পষ্ট নয়, ওটি বিয়ের আংটিই কি না। কিছুদিন আগে তাঁকে মেয়ের সঙ্গে দেখা যায় এক অনুষ্ঠানে যেখানে তাঁর আঙুলে ছিল না বিয়ের বা কোনও আংটি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'রেড্ডিট'-এ এই ভিডিও ভাইরাল হয়। সেখানে একজন এই ভিডিও পোস্ট করে লেখেন, 'ঐশ্বর্যা রাই প্যারিস ফ্যাশন উইকে তাঁর বিয়ে আংটি হাতেই ফিরলেন'। একজন তার উত্তরে লেখেন, 'উনি চেয়েছিলেন ওঁর হাতের আংটিটা পরা অবস্থায় আপনাদের দেখাতে'। অপর একজন লেখেন, 'একদমই তাই! এত আলোচনা হয়েছে এই নিয়ে।'
আরও পড়ুন: Bollywood News: 'বড়ে মিঞা ছোটে মিঞা' পরিচালকের বিরুদ্ধে 'ফান্ডের অপব্যবহার' করার অভিযোগ প্রযোজকের
অভিনেত্রীকে প্যারিস ফ্যাশন উইকে লাল গাউনে দেখা যায়। সেই সাজও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। একাধিক নেটিজেনের প্রশ্ন, ঐশ্বর্যা 'পর্দা কেন পরে আছেন'? যদিও নেটিজেনদের একাংশের দৃঢ় ধারণা, অভিনেত্রী হাতে বিয়ের আংটি পরেননি এবং তিনি ইচ্ছা করেই হাতে আংটি পরে রয়েছেন যাতে বিচ্ছেদ নিয়ে আলোচনা বন্ধ হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।