এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
নেগেটিভ ভূমিকায় অ্যাশ! জেনে নিন কোন চরিত্রে
চোলরাজ আরুলমোজি বর্মণের জীবনের উপর তৈরি হতে চলেছে ছবিটি। অ্যাশকে অভিনয় করতে দেখা যাবে রাজার কোষাধ্যক্ষের কুচক্রী স্ত্রী নন্দিনীর ভূমিকায়।
![নেগেটিভ ভূমিকায় অ্যাশ! জেনে নিন কোন চরিত্রে Aishwarya Rai Bachchan to play a negative role in her next which is a period drama নেগেটিভ ভূমিকায় অ্যাশ! জেনে নিন কোন চরিত্রে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/05/18075509/ash.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ঐশ্বর্যা রাই অনুরাগীদের জন্য সুখবর। ফ্যানি খানের পর এবার একেবারে অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে ঐশ্বর্যা রাইকে। এবার কোনও নায়িকা বা স্বপ্নসুন্দরীর চরিত্রে নন, অ্যাশ এবার নেগেটিভ রোলে। মণিরত্নমের পিরিওড ড্রামায় এমনই একটি চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। দশ শতকের ঘটনার উপর লেখা হয়েছে ছবির চিত্রনাট্য। চোলরাজ আরুলমোজি বর্মণের জীবনের উপর তৈরি হতে চলেছে ছবিটি। অ্যাশকে অভিনয় করতে দেখা যাবে রাজার কোষাধ্যক্ষের কুচক্রী স্ত্রী নন্দিনীর ভূমিকায়। একটি বিখ্যাত তামিল উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে ছবিটি।
সূত্রের খবর, ছবিটি বিভিন্ন ভাষায় তৈরি হবে। ঐশ্বর্যের বিপরীতে অভিনয় করবেন মহেশবাবু। ঐশ্বর্যের চরিত্রটি একজন রহস্যময়ী নারীর। তার কোষাধ্যক্ষ স্বামীকে বিভিন্নভাবে প্রভাবিত করে ক্ষমতা হস্তগত করা ও চোল সাম্রাজ্যের পতন ডেকে আনাই নন্দিনী চরিত্রটির উদ্দেশ্য।
এর আগে মণিরত্নমের 'রাবণ', 'গুরু'তে কাজ করেছেন অ্যাশ।
এই ছবিটির চিত্রনাট্য নিয়ে অ্যাশের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছিল গতবছরেই। কিন্তু সময় নিয়ে চরিত্রের বিভিন্ন দিক বিচার করে, গত মাসেই নাকি সম্মতি দিয়েছেন অ্যাশ। এর আগে অক্ষয় কুমারের বিপরীতে 'খাকি' ও হৃতিক রোশনের বিপরীতে 'ধুম' ছবিতেও অ্যাশকে দেখা গেছে নেতিবাচক চরিত্রেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)