Veeru Devgan Birth Anniversary: 'কোনও কিছুই আর আগের মত নেই', বাবার জন্মদিনে লিখলেন অজয়
বাবা বীরু দেবগণের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণায় অজয় দেবগন। গতকাল অর্থাৎ ২৫ জুন জন্মদিন ছিল বীরু দেবগণের। সোশ্যাল মিডিয়ায় সাদা কালোয় ছবি শেয়ার করে সিংঘম তারকা লিখলেন, 'আমার প্রতিদিন তোমার কথা মনে পড়ে।'
মুম্বই: বাবা বীরু দেবগণের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণায় অজয় দেবগন। গতকাল অর্থাৎ ২৫ জুন জন্মদিন ছিল বীরু দেবগণের। সোশ্যাল মিডিয়ায় সাদা কালোয় ছবি শেয়ার করে সিংঘম তারকা লিখলেন, 'আমার প্রতিদিন তোমার কথা মনে পড়ে।'
'তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়ার' ছবির নায়ক এদিন সোশ্যাল মিডিয়ায় বাবার পুরনো ছবি শেয়ার করে লেখেন, 'আমার প্রত্যেকদিন তোমার কথা মনে পড়ে। আজ আরও বেশি করে মনে পড়ছে। শুভ জন্মদিন বাবা। জীবন আর আগের মত নেই, বদলে গিয়েছে।'
অজয়ের ছবিতে একজন অনুরাগী মন্তব্য করেন, 'শুভ জন্মদিন বীরু দেবগন। আমরা সবাই আপনার কথা মনে করি। আপনার মত অ্যাকশান ডিরেকটরকে ইন্ডাস্ট্রি সবসময় মনে রাখবে।'
২০১৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বীরু দেবগন। 'ফুল ওউর কাঁটে', 'মিস্টার নটবরলাল' ও 'শাহেনশা'-র মত ছবিতে অ্যাকশন পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। 'হিন্দুস্থান কি কসম' ছবিটি পরিচালনাও করেছিলেন তিনি। এই ছবিতে অমিতাভ বচ্চন ও অজয় দেবগণ। যদিও বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি।
সম্প্রতি একটি নতুন ছবি প্রযোজনার কথা ঘোষণা করেছেন অজয় দেবগন। 'নান্দী' ছবিটির হিন্দি রিমেক হতে তলেছে এই ছবিটি। দক্ষিণী প্রযোজন দিল রাজুর সঙ্গে মিলে জনপ্রিয় তেলুগু ছবি 'নান্দী'কেই হিন্দিতে আনার কথা ভাবছেন পরিচালক। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসেই এই কোর্টরুম ড্রামাটি বেশ জনপ্রিয় হয়েছে।
আগামীকে 'ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে দেখা যাবে অজয় দেবগনকে। এছাড়াও 'মিড ডে' ছবিতে দেখা যাবে অজয় দেবগণকে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রকুল প্রীত সিংকে। আগামীদিনে ওটিটিতে পা রাখতে চলেছেন অনেক বলি তারকারা। সূত্রের খবর, সেই তালিকায় থাকতে পারে অজয় দেবগনের নামও।
বলিউডের অন্যতম পাওয়ার কাপেল অজয় দেবগণ ও কাজল। ২২ বছরের দাম্পত্য তাঁদের। রূপকথার থেকে কোনও অংশে কম না তাঁদের প্রেমের গল্প।