Bachchan Pandey New Poster: 'বচ্চন পাণ্ডে'র নতুন পোস্টার, ভয়াবহ লুকে হাজির অক্ষয় কুমার
'বচ্চন পাণ্ডে' (Bachchan Pandey) ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্শি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে।
![Bachchan Pandey New Poster: 'বচ্চন পাণ্ডে'র নতুন পোস্টার, ভয়াবহ লুকে হাজির অক্ষয় কুমার Akshay Kumar Introduces His Rugged Avatar With New Poster From 'Bachchan Pandey' Bachchan Pandey New Poster: 'বচ্চন পাণ্ডে'র নতুন পোস্টার, ভয়াবহ লুকে হাজির অক্ষয় কুমার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/15/2a7d9bc13eb9382cdccc588152c57c8c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: একের পর এক ভিন্ন ধারার ছবি নিয়ে আসছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর নতুন ছবি 'বচ্চন পাণ্ডে' (Bachchan Pandey)। তার আগে আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুক্তি পেয়েছে এই ছবির নতুন পোস্টার। আর নতুন পোস্টারে ভয়াবহ লুকে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন পোস্টার (Bachchan Pandey New Poster) শেয়ার করেছেন অক্ষয় কুমার। নতুন পোস্টারে রুক্ষ চেহারায় দেখা যাচ্ছে অভিনেতাকে। পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'একটা চরিত্রে এত বৈচিত্য রয়েছে, যা একটা রঙের দোকানেও থাকে না। বচ্চন পাণ্ডে আপনাকে ভয় দেখানো, হাসানো, কাঁদানো সব কিছুর জন্য তৈরি। দয়া করে আপনাদের ভালোবাসা দিন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই ছবির ট্রেলার মুক্তি পাবে।' অক্ষয় কুমারের নতুন লুকে তাঁকে নীল চোখ, মুখে রাগের অভিব্যক্তি এবং হেড গিয়ার পরে দেখা যাচ্ছে। 'বচ্চন পাণ্ডে' ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্শি, পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে। দর্শকেরা নতুন পোস্টার দেখার পর ছবির ট্রেলার দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও এই ছবির পোস্টার শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।<
>
আগামী ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'বচ্চন পাণ্ডে' ছবির ট্রেলার। তার ঠিক একমাস পর অর্থাৎ ১৮ মার্চ মুক্তি পাবে এই ছবি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। 'বচ্চন পাণ্ডে' পরিচালনা করছেন ফারহাদ সামজি। রঙের উৎসবে মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'বচ্চন পাণ্ডে'।
আরও পড়ুন - Jersey New Release Date: শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা
'বচ্চন পাণ্ডে' ছাড়াও অক্ষয় কুমারের হাতে রয়েছে একাধিক ছবি। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'রাম সেতু', 'পৃথ্বীরাজ', 'রক্ষা বন্ধন', 'ওহ মাই গড টু', 'মিশন সিনড্রেলা' প্রভৃতি ছবিতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)