এক্সপ্লোর
২.০ ছবির পোস্টার, অক্ষয় কুমারকে দেখে আঁতকে উঠবেন!

মুম্বই: সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ২.০ ছবিতে অক্ষয় কুমার ভিলেনের চরিত্র করছেন, পুরনো খবর। কিন্তু সেই ভিলেন যে ঠিক কতটা ভয়ঙ্কর, তা কিছুটা বোঝা যাচ্ছে ছবির পোস্টার থেকে। আসন্ন এই থ্রি ডি সায়েন্স ফিকশনের নতুন একটি পোস্টার মুক্তি পেয়েছে গতকাল। জাতীয় পুরস্কার জয়ী অক্ষয়কে দেখা যাচ্ছে ধারালো দাঁত, হলদে চোখ আর সাদা চুলে। ভুরু দীর্ঘ আর খোঁচা খোঁচা। দেখুন সেই পোস্টার
ছবিতে অক্ষয় রয়েছেন পাগলা বিজ্ঞানী রিচার্ডের ভূমিকায়। রজনী হলেন বৈজ্ঞানিক বশীগরণ। এছাড়াও রয়েছেন নায়িকা অ্যামি জ্যাকসন। আগামী বছরের শুরুতে মুক্তি পাচ্ছে ছবিটি।
ছবিতে অক্ষয় রয়েছেন পাগলা বিজ্ঞানী রিচার্ডের ভূমিকায়। রজনী হলেন বৈজ্ঞানিক বশীগরণ। এছাড়াও রয়েছেন নায়িকা অ্যামি জ্যাকসন। আগামী বছরের শুরুতে মুক্তি পাচ্ছে ছবিটি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















