Akshay Kumar: অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা
Akshay Kumar New Film: জানা গিয়েছে, মাইনিং ইঞ্জিনিয়ার জসবন্ত সিংহ গিলের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি।
![Akshay Kumar: অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা Akshay Kumar's 3rd Collaboration with Pooja Entertainment, First Look LEAKED, know in details Akshay Kumar: অক্ষয় কুমারের আগামী ছবির লুক ফাঁস! চমকালেন অনুরাগীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/09/601841541849464591f73077464f32bb1657307833_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: চলতি বছর একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar)। ইতিমধ্যেই তাঁর ছবি 'রক্ষা বন্ধন' ও 'রাম সেতু'র মুক্তির দিন জানা গিয়েছে। তবে, এবার আর মুক্তির দিন নয়, আগামী ছবির লুক (First Look) ফাঁস হল অভিনেতার। যা দেখে কিছুটা চমকেছেন অনুরাগীরা।
অক্ষয় কুমারের আগামী ছবি-
পূজা এন্টারটেনমেন্টের (Pooja Entertainment) সঙ্গে ফের জুটি বাঁধলেন অক্ষয় কুমার। এর আগে এই প্রযোজনা সংস্থার সঙ্গে দুটি ছবি করেছেন অভিনেতা। 'রুস্তম' ও 'বেলবটম' ছবিদুটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল। ফের এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি। এবার সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি। জানা গিয়েছে, মাইনিং ইঞ্জিনিয়ার জসবন্ত সিংহ গিলের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। কিন্তু নেট দুনিয়ায় ফাঁস হয়ে গেল অভিনেতার লুক। যে ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, তাতে অক্ষয় কুমারকে দেখা যাচ্ছে পাগড়িতে। ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একগাল দাড়ি, চোখে চশমা। কিছুটা অন্যরকম লুকে পর্দায় হাজির হতে চলেছেন তিনি।
আরও পড়ুন - New Bengali Film: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে নতুন ছবির পোস্টার লঞ্চ রাহুল বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছিলেন অক্ষয় কুমার। রোহিত শেট্টির পরিচালনায় তাঁর ছবি 'সূর্যবংশী' খুব অল্প সময়ের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। কিন্তু চলতি বছরটা একেবারেই ভালো যাচ্ছে না তাঁর। শেষ মুক্তির পাওয়া দুটি ছবি বক্স অফিসে একেবারেই সাফল্য পায়নি। প্রথমে 'বচ্চন পাণ্ডে' এবং পরে 'সম্রাট পৃথ্বীরাজ'। দুটি ছবিটি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। 'সম্রাট পৃথ্বীরাজ' ছবির ব্যর্থতার দায় আবার অক্ষয় কুমারের উপরই চাপিয়েছেন ছবির প্রযোজক আদিত্য চোপড়া। পাশাপাশি কিছুদিন আগেই সরাসরি আর এক অভিনেতা মাধবনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অক্ষয়। মাধবনের 'ভালো ছবি তৈরি করতে সময় লাগে' বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বেশ ক্ষুব্ধভাবেই নিজের প্রতিক্রিয়া দেন। বলেন যে, তাঁর ছবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এতে তিনি কী করতে পারেন।
অন্যদিকে, একাধিক ছবি সামনেই মুক্তি পাবে অক্ষয় কুমারের। 'রক্ষা বন্ধন', 'রাম সেতু' এবং আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)