এক্সপ্লোর
Advertisement
কুস্তিগীর দারা সিংহ সম্পর্কে কী স্মৃতি শেয়ার করলেন অক্ষয় কুমার?
মুম্বই: প্রবাদপ্রতিম কুস্তিগীর ও অভিনেতা দারা সিংহের পিঠে একটি ত্রিশূল আছে, সেখান থেকেই সমস্ত শক্তি পান তিনি। যদি তিনি রেগে যান, তৃতীয় নয়ন খুলে যাবে, শত্রুদের ধরে তখন বেধড়ক পেটাবেন। প্রবাদপ্রতিম কুস্তিগীর ও অভিনেতা দারা সিংহ সম্পর্কে ছোটবেলায় এই সব কথা শুনেছিলেন অক্ষয় কুমার। একবার তাঁদের শহরে দারা সিংহ কোনও কিছুর উদ্বোধনে এসেছিলেন। কৌতূহল চাপতে না পেরে তিনটে টিকিট জোগাড় করে বাবা ও বোনকে নিয়ে তিনিও পৌঁছে যান সেই অনুষ্ঠানে।
হারকিউলিসের ভূমিকায় দারা সিংহ
অক্ষয় জানিয়েছেন, যদি দারা সিংহের জীবনী নিয়ে কোনও ছবি হয়, তবে তাতে কাজ করতে তিনি প্রস্তুত। দারার জীবনের ওপর ‘দিদারা আকা দারা সিংহ’ নামে একটি বইয়ের উদ্বোধনে এসেছিলেন অক্ষয়। সেখানেই তিনি বলেন, দারার ছেলে বিন্দু যদি তাঁকে অনুরোধ করেন, তবে ওই কুস্তিগীরের জীবনী নিয়ে তৈরি ছবিতে তিনি তাঁর ভূমিকায় অভিনয় করবেন।
Thank you @akshaykumar for the wonderful #DeeDara book launch pic.twitter.com/q3BPn7UQ4E
— Vindu Dara Singh (@RealVinduSingh) December 10, 2016
৪৯ বছর বয়সেও অক্ষয় এখনও বলিউডের সবথেকে ফিট হিরো। কিন্তু দারা সিংহের ভূমিকায় অভিনয় করতে শুধু ফিটনেসই যথেষ্ট নয়। তাই অনুষ্ঠানে অক্ষয় ব্যাখ্যা দেন, দারা সিংহ হিসেবে ছবিতে নিজেকে দেখতে হলে কী ধরনের প্রস্তুতি নিতে হবে।
দারার ছেলে বিন্দুর সঙ্গে অক্ষয়
অক্ষয় বলেছেন, দারার বিশাল চেহারা ছিল। তাই তাঁর ভূমিকায় কাজ করতে হলে অন্তত দু’বছর লাগবে প্রস্তুতির জন্য। ততটা ওজন বাড়িয়ে কুস্তিগীরের মত চেহারা করতে হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement