Alia Bhatt: 'বন্ধু' দীপিকা ও ক্যাটরিনাকে প্রশংসায় ভরালেন আলিয়া
Bollywood Celebrity Updates: তিন নায়িকার সম্পর্কও মধুর। একে অপরের সঙ্গে পেশাগত সম্পর্ক তাঁরা বজায় রাখেন। আর তাই ব্যবসায়ীক দিক থেকে 'বন্ধু' দীপিকা ও ক্যাটরিনাকে প্রশংসায় ভরালেন আলিয়া।
মুম্বই: আলিয়া ভট্ট (Alia Bhatt)। ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই তিন অভিনেত্রীর মধ্যে মিল কোথায় কোথায় বলতে পারবেন? পেশাগত দিক থেকে দেখলে, এঁরা তিনজনই বলিউডের সফল অভিনেত্রী। আর ব্যক্তিগত জীবনের দিকে নজর দিলে, এঁরা তিনজনই বলিউড অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor) প্রেমিকা। ক্যাটরিনা ও দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। পরবর্তীকালে দুই অভিনেত্রীর সঙ্গেই তাঁর বিচ্ছেদ হয়। আলিয়া ভট্টের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক সন্তানও এসেছে জীবনে। এই দুই মিল ছাড়াও এই তিন নায়িকার আরও এক ক্ষেত্রে মিল রয়েছে। এই তিন নায়িকারই নিজস্ব ব্যবসা রয়েছে। তিন নায়িকার সম্পর্কও মধুর। একে অপরের সঙ্গে পেশাগত সম্পর্ক তাঁরা বজায় রাখেন। আর তাই ব্যবসায়ীক দিক থেকে 'বন্ধু' দীপিকা ও ক্যাটরিনাকে প্রশংসায় ভরালেন আলিয়া।
দীপিকা ও ক্যাটরিনাকে নিয়ে কী বললেন আলিয়া?
সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট জানান যে, তাঁর দুই বন্ধু দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ নিজেদের কেরিয়ারের পাশাপাশি নিজস্ব ব্যবসার দিকেও দারুণ কাজ করছেন। অভিনেত্রী বলেন, 'আমাকে যদি অন্যান্য মহিলা উদ্যোগীদের কথা বলতে বলা হয়, তাহলে আমি অবশ্যই দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের নাম নেব। দীপিকা নিজের স্কিন কেয়ার ব্র্যান্ড শুরু করেছে। ওর দারুণ কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি। আমার অন্য আর এক বন্ধু ক্যাটরিনার নিজস্ব মেকআপ ব্র্যান্ড রয়েছে। যা বাজারে অত্যন্ত জনপ্রিয়। আমার মনে হয়, দুজনেই সফল অভিনেত্রীর পাশাপাশি সফল উদ্যোগীও।'
আরও পড়ুন - Pathaan Box Office Collection: 'শেহজাদা'র মুক্তিতে কি বক্স অফিসে ঝড় থামল 'পাঠান'-এর? ২৫ দিনে কত হল ব্যবসা?
আলিয়া আরও বলেন, 'আমি মহিলা ব্যবসায়ীদের সম্পর্কে সত্যিই গর্বিত। তাঁদের অনেক অনেক প্রশংসা প্রাপ্য। মহিলারা যাঁরা প্রযোজনা করছেন, পরিচালনা করছেন, তাঁদের আরও অনেক বেশি করে সমর্থন করা দরকার। শুধু তাঁরা মহিলা বলে নয়। তাঁদের মনের জোর, তাঁদের কিছু করে দেখানোর ইচ্ছা, তাঁদের ক্ষমতাকে প্রশংসা আমি নিজে করি। অন্যদেরও করা দরকার। ব্যবসার ক্ষেত্রেও। নিজের পেশার পাশাপাশি নিজের ব্যবসা সামলানোটা খুব সহজ কাজ নয়। সেটা যখন কেউ করে দেখান, তা অবশ্যই প্রশংসনীয়।' প্রসঙ্গত, আলিয়া ভট্টের নিজেরও ফ্যাশন ব্র্যান্ড রয়েছে। তিনি নিজেও একজন ব্যবসায়ী।
অন্যদিকে, আলিয়া ভট্ট মা হয়েছেন গত বছরের একেবারে শেষের দিকে। তাই স্বাভাবিকভাবেই তিনি এই মুহূর্তে তাঁর কন্যাকে নিয়ে ব্যস্ত। আবার কাজে ফেরারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাঁকে শীঘ্রই দেখা যাবে রণবীর সিংহের বিপরীতে 'রকি অউর রানি কি প্রেম কাহানি', হলিউড ছবি 'হার্ট অফ স্টোন'-এ। পাশাপাশি ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে একাধিক ছবিতে।