Alia Bhatt Pregnancy Reactions: রণবীর-আলিয়ার পরিবারে আসছে নতুন সদস্য, শুভেচ্ছা হবু দিদা-পিসির
Alia Bhatt Pregnancy: আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানালেন তাঁর মা, অভিনেত্রী সোনি রাজদান। লিখলেন, 'মা ও বাবা সিংহকে শুভেচ্ছা।' অন্যদিকে হবু পিসি অর্থাৎ রণবীরের দিদি ঋদ্ধিমা কমেন্টে জানালেন ভালবাসা।
নয়াদিল্লি: পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অভিভাবকত্বের (parenthood) স্বাদ পেতে চলেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor)। নিজের সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডলে হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে সুখবর দিলেন হবু মা। পোস্টে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা (Congratulations)।
কপূর পরিবারে নতুন সদস্য
বিয়ের আড়াই মাস বাদেই এল সুখবর। রণবীর-আলিয়ার সংসারে আসছে নতুন সদস্য। মা হতে চলেছেন আলিয়া ভট্ট। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এই খবর জানালেন আলিয়া নিজেই। সিংহ, সিংহী, আর ছোট্ট শাবকের সুখী সংসারের প্রতীকী ছবিও পোস্ট করেন তিনি।
পোস্ট করে সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ভাসল শুভেচ্ছায়। অনুরাগীদের সঙ্গে বলিপাড়ার অজস্র তারকাও শুভেচ্ছা জানালেন পোস্টে। আলিয়া পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই কমেন্ট করলেন সোনি রাজদান, ঋদ্ধিমা কপূর।
আলিয়ার পোস্টে শুভেচ্ছা জানালেন তাঁর মা, অভিনেত্রী সোনি রাজদান। লিখলেন, 'মা ও বাবা সিংহকে শুভেচ্ছা।' অন্যদিকে হবু পিসি অর্থাৎ রণবীরের দিদি ঋদ্ধিমা কমেন্টে জানালেন ভালবাসা।
আলিয়ার পোস্টে কমেন্ট করলেন মৌনি রায়, রকুল প্রীত সিংহ, কর্ণ জোহর, পরিণীতি চোপড়া, প্রিয়ঙ্কা চোপড়া, ইশান খট্টর, টাইগার শ্রফ, বাণী কপূর, মালাইকা অরোরা, শশাঙ্ক খৈতান, ফারহান আখতার, অনিল কপূর, বিপাশা বসু, নেহা ধুপিয়া, কৃতি শ্যানন, সোনু সুদ এবং অনেকে। শুভেচ্ছা এসেই চলেছে।
আরও পড়ুন: Alia Bhatt Pregnancy: মা হতে চলেছেন আলিয়া ভট্ট, ছবি পোস্ট করে জানালেন নিজেই
প্রসঙ্গত, বহু জল্পনার অবসান ঘটিয়ে, চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে সারেন আলিয়া ও রণবীর। তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। পাঁচ বছর আগে 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিং শুরুর সময়ে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়। পাঁচ বছর পর সেই ছবির মুক্তি সেপ্টেম্বরে। তার আগে বিয়ে সারেন তাঁরা। আর আজ ঘোষণা করলেন সন্তানের আগমনের খবরও। উচ্ছ্বসিত নেটদুনিয়া।