Viral Song: ভাইরাল গান 'কাঁচা বাদাম'-এ পা মেলাল খুদে আরহা, ভিডিও পোস্ট অল্লু অর্জুনের
Viral Song: অবসর সময়ে ছেলে-মেয়েদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন অল্লু অর্জুন। সেই ছবিও পোস্ট করেন তাঁর স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি।
![Viral Song: ভাইরাল গান 'কাঁচা বাদাম'-এ পা মেলাল খুদে আরহা, ভিডিও পোস্ট অল্লু অর্জুনের Allu Arjun daughter Arha dancing on viral song Kacha Badam Viral Song: ভাইরাল গান 'কাঁচা বাদাম'-এ পা মেলাল খুদে আরহা, ভিডিও পোস্ট অল্লু অর্জুনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/09/566f2d1abdbeaf58239b909ebb33fa32_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অল্লু অর্জুনের (Allu Arjun) খ্যাতি এখন বিশ্বজোড়া। ভারতে তো তাঁর 'পুষ্পা' (Pushpa) অবতারের ফ্যান সকলে। তাঁর ছবির গানে যেখানে ট্রেন্ডিং রিলস (Trending Reels) তৈরি করছেন সকলে, সেখানে তাঁর মেয়ে নাচল 'কাঁচা বাদাম'-এ (Kacha Badam)।
হ্যাঁ ঠিকই শুনলেন! অল্লু অর্জুন আজই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁর মেয়ে অল্লু আরহাকে (Allu Arha) মিষ্টি করে নাচ করতে দেখা যায়। বীরভূমের ভাইরাল হওয়া ভুবন বাদ্যকারের গান 'কাঁচা বাদাম'-এ পা মেলাচ্ছে পুঁচকে আরহা। হুক স্টেপ একেবারে হুবহু তুলে ফেলেছে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে অল্লু অর্জুন লেখেন, 'আমার পুঁচকে বাদাম আরহা'।
View this post on Instagram
অল্লু অর্জুন যে নাচে দক্ষ, তা তাঁর প্রত্যেক অনুরাগীরই জানা। খুদে কন্যা যে একেবারে বাবারই পথে চলছে তা ভিডিও দেখেই স্পষ্ট।
কিছুদিন আগেই অল্লু অর্জুন ফিরেছেন দুবাই থেকে। বাড়ি ফিরতেই একরত্তি কন্যা মিষ্টি ভাবে 'ওয়েলকাম' করে বাবাকে। সেই ছবি তুলেও পোস্ট করেছিলেন অভিনেতা।
View this post on Instagram
অবসর সময়ে ছেলে-মেয়েদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন অর্জুন। সেই ছবিও পোস্ট করেন তাঁর স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি।
আরও পড়ুন: Sonu Sood: ত্রাতা সোনু সুদ! দুর্ঘটনায় আহত ব্যক্তিকে কোলে তুলে পাঠালেন হাসপাতালে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)