Allu Arjun: অল্লু অর্জুন ম্যাজিকে খামতি? এক ধাক্কায় অনেকটা কমল 'পুষ্পা ২'-এর আয়
Allu Arjun and Pushpa 2: বর্তমানে এই ছবির আয় এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে। জানুয়ারি মাসের ২ তারিখে এই ছবিটি আয় করেছে ৫.১ কোটি টাকা
কলকাতা: অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত 'পুষ্পা ২' (Pushpa 2) মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। কিন্তু বক্সঅফিসে এখনও দাপট দেখাচ্ছে 'পুষ্পা ২'। ইতিমধ্যেই এই ছবি নতুন রেকর্ড গড়েছে। তবে ছবি মুক্তির পঞ্চম বৃহস্পতিবার এই ছবির আয়ে বেশ কিছুটা খামতি দেখা গেল। যে গতিতে এই ছবির আয় এগোচ্ছিল, তাতে সদ্যই এই ছবির ছুঁয়ে ফেলার কথা ছিল 'দঙ্গল'-এর রেকর্ড। তবে বর্তমানে এই ছবির আয় এক ধাক্কায় বেশ কিছুটা কমেছে। জানুয়ারি মাসের ২ তারিখে এই ছবিটি আয় করেছে ৫.১ কোটি টাকা। এর মধ্যে, এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে ৩.৭৫ কোটি। জানুয়ারি মাসের ১ তারিখে এই ছবিটি আয় করেছিলন ১৩.২৫ কোটি। তবে বৃহস্পতিবার এই ছবির আয় ৬০ শতাংশ কমে গেল।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম রেকর্ড রয়েছে 'দঙ্গল' (Dangal) ছবির। আমির খান (Amir Khan) অভিনীত এই ছবি বক্সঅফিসে রেকর্ড করেছিল। আর 'পুষ্পা' প্রায় ছুঁয়ে ফেলেছে এই ছবির রেকর্ড। আর সেই কারণেই আমির খানের প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই অল্লু অর্জুনকে (Allu Arjun) শুভেচ্ছা জানানো হয়েছে। ইতিমধ্যেই উল্লেখযোগ্য আয় করেছে 'পুষ্পা ২'। আর সেই কারণেই আমিরের প্রযোজনা সংস্থার তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে অল্লু অর্জুনকে। আমিরের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি 'এক্স' করে বলা হয়েছে, 'আমির খানের প্রযোজনা সংস্থার তরফ থেকে অজস্র শুভেচ্ছা গোটা 'পুষ্পা ২'-এর টিমকে। এই ছবির দূর্দান্ত সাফল্যের জন্য। আশা করি এই সাফল্য আরও এগিয়ে যাবে।' আর এই এক্সটিকে রি-এক্স করে অল্লু অর্জুন লিখেছেন, 'অনেক ধন্যবাদ আমির খানের প্রযোজনা সংস্থার টিমকে। গোটা টিমকে আমার তরফ থেকেও শুভকামনা।' নীতেশ তিওয়ারি পরিচালিত দঙ্গল-এর রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলেছে 'পুষ্পা ২'। অল্লু অর্জুনের ছবি ২৫ দিনে ব্যবসা করেছে ১৭৬০ কোটি টাকার। অন্যদিকে, ২০১৬ সালে মুক্তি পাওয়া আমির খানের ছবি 'দঙ্গল' আয় করেছিল ২০৭০.৩ কোটি টাকা। মনে করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে, কিছুদিনের মধ্যেই আমির খানের 'দঙ্গল'-এর রেকর্ডকে ছুঁয়ে ফেলবে 'পুষ্পা ২'। আর সেই কারণেই আমির খানের টিমের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
অন্যদিকে,অবশেষে স্বস্তি অল্লু অর্জুনের (Allu Arjun)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় জামিন পেলেন অল্লু অর্জুন। এই ঘটনায় গ্রেফতার হতে হয়েছিল তাঁকে। এক রাত সংশোধনাগারেও থাকতে হয়েছিল। সেই ঘটনায় এবার জামিন পেলেন অল্লু অর্জুন। আজ তাঁর কেসের ডেট ছিল বলেই জানা গিয়েছে। প্রত্যেকের নজর ছিল আর বিচারক তাঁকে কি রায় দেন সেটা জানার জন্য। আর আজ, এই ঘটনা জামিন পেলেন অভিনেতা।
আরও পড়ুন: Sonu Sood: বিমানবন্দরে তারকাদের ঘিরে 'ভিড়' আসলে তৈরি করা? 'গোপন কথা' ফাঁস সোনু সুদের