Sonu Sood: বিমানবন্দরে তারকাদের ঘিরে 'ভিড়' আসলে তৈরি করা? 'গোপন কথা' ফাঁস সোনু সুদের
Sonu Sood News: সম্প্রতি বলিউড নিয়ে একটি 'সত্যি' প্রকাশ্যে এনেছেন সোনু সুদ। তিনি বিমানবন্দরে তারকাদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের দিকেই আঙুল তুলেছেন
কলকাতা: বলিউড নিয়ে মানুষের আগ্রহ তো থাকেই। তারকাদের দেখলেই সাধারণ মানুষ এগিয়ে আসেন, তাঁদের সঙ্গে একবার কথা বলতে, হয়তো বা সেলফি তুলতে। বিমানবন্দরে যে কোনও তারকা গেলেই ক্যামেরাবন্দি হন। তাঁদের সঙ্গে সেলফি তোলার প্রচুর অনুরোধ আসে। কেউ কেউ আবার তাঁদের হাতে এগিয়ে দেন উপহার। কিন্তু বিমানবন্দরে গেলেই কেন এত মানুষ ছুটে আসেন তারকাদের সঙ্গে সেলফি তোলার জন্য বা তাঁদের ছবি তোলার জন্য? এর মধ্যে কী রয়েছে বিশেষ কোনও কৌশল?
সম্প্রতি বলিউড নিয়ে একটি 'সত্যি' প্রকাশ্যে এনেছেন সোনু সুদ (Sonu Sood)। তিনি বিমানবন্দরে তারকাদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের দিকেই আঙুল তুলেছেন। সোনুর কথায়, নিরাপত্তারক্ষীদের নাকি বলা থাকে, বিমানবন্দরে ইচ্ছাকৃতভাবে চিৎকার চেঁচামেচি করতে। সবাইকে সরে যেতে বলতে। যাতে মানুষ আরও বেশি করে সেই তারকার দিকে তাকান, সেই দৃষ্টি আকর্ষণ করার এটাই পদ্ধতি। নিরাপত্তারক্ষীদের আগেভাগেই বলা থাকে সেই কথা। তাই তারকারা ঢুকলেই তাঁরা 'হঠো হঠো' বলে চিৎকার জুড়ে দেন। এর ফলে মানুষ আরও আকৃষ্ট হয় ওই তারকার দিকে তাকান। আর তারপরেই ছুটে যান সেলফি তুলতে।
সোনুর মতে, সাধারণ মানুষেরা খুব ভদ্র। তাই বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের এই এত চেঁচামেচি নিঃপ্রয়োজন। মানুষ যদি ছবি তুলতেও আসেন, তাঁরা কেবল একটি ছবি তুলেই চলে যাবেন। এর থেকে বেশি আর বিরক্ত করেন না। বিমানবন্দরে যে কোনও তারকা চাইলেই অনায়াসে ঘুরে বেড়াতে পারে। এত নিরাপত্তারক্ষীদের চিৎকার চেঁচামেচির প্রয়োজন নেই। সোনু সুদ আরও জানান, তাঁর সঙ্গেও নিরাপত্তারক্ষীরা থাকেন বিমানবন্দরে। কিন্তু তাঁদের আগে থেকেই সোনু সুদ বলে রাখেন, কাউকে ধাক্কা না দিতে বা অযথা চেঁচামেচি না করতে।
প্রসঙ্গত, সদ্য সামনেই মুক্তি পাবে সোনু সুদ-এর নতুন ছবি 'ফতেহ'। এই ছবির প্রচারে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন সোনু সুদ। সেই সময়ে তিনি চড়েছিলেন হলুদ ট্যাক্সিতেও। হাওড়া ব্রিজে ঘুরে বেরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সেই সমস্ত ছবি। সোনু সুদের অনুরাগীদের সংখ্যা নেহাৎ কম নয়। করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়ে বাস ও ট্রেন ভাড়া করে প্রচুর মানুষদের নিজেদের বাড়ি ফিরিয়েছিলেন সোনু সুদ।
আরও পড়ুন: Armaan Malik Marriage: প্রেমিকাকে বিশেষভাবে বিয়ের প্রস্তাব জানিয়েছিলেন আরমান, কে এই আশনা?