![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ideas Of India 3.0: ২০০ বার সংলাপ অভ্যাস করতে হচ্ছে কোন নতুন অভিনেতাকে? বাইরে এসে আমির দেখলেন, অমিতাভ বচ্চন!
Amir Khan on Amitabh Bacchan: নিজে 'লাপতা লেডিজ' অভিনয় করতে চেয়েছিলেন আমির খান। তবে সেখানে বাধ সেধেছিল তাঁর তারকা ইমেজ
![Ideas Of India 3.0: ২০০ বার সংলাপ অভ্যাস করতে হচ্ছে কোন নতুন অভিনেতাকে? বাইরে এসে আমির দেখলেন, অমিতাভ বচ্চন! Amir Khan and Kiran Rao Talks about Film Laapata Ladies shares memory with Amitabh Bacchan in Ideas Of India 3 Ideas Of India 3.0: ২০০ বার সংলাপ অভ্যাস করতে হচ্ছে কোন নতুন অভিনেতাকে? বাইরে এসে আমির দেখলেন, অমিতাভ বচ্চন!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/23/0f0a5bee55b75d008b3a611441624bc8170870633876549_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: এদিন, এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (ABP Newtwork Ideas of India)-এর মঞ্চে হাজির ছিলেন তাঁরা। একসঙ্গে, পাশাপাশি। আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao)। ২০২৩ সালে তৈরি হওয়া ছবি 'লাপতা লেডিজ' (Laapataa Ladies) তৈরির গল্প বলতেই মূলত এদিনের মঞ্চে হাজির ছিলেন তাঁরা। তবে শুধু এই ছবির গল্প নয়.. পাশাপাশি এই দুই তারকা শোনালেন তাঁর দীর্ঘ অভিজ্ঞতার কথাও।
'লাপতা লেডিজ'-এর পরিচালনা করেছিলেন কিরণ রাও (Kiran Rao)। তবে সেই চিত্রনাট্য প্রথমে এসেছিল আমিরের কাছে। এদিনের অনুষ্ঠানে আমির বলেন, 'প্রথমে এই ছবির চিত্রনাট্য আমার কাছে এসেছিল। জানতাম, কিরণ অনেকদিন থেকে একটা ভাল চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছে। এই ছবির গল্পটার মধ্যে এমন কিছু ছিল, যেটা যতটা বাস্তবের কাছাকাছি করে বলা যায়, ততই ভাল। সেই কারণেই কিরণকে পরামর্শ দিয়েছিলাম খুব মাটির কাছাকাছি সুরেই গল্পটাকে বাঁধতে।'
এখানেই শেষ নয় গল্প। এই ছবিতে নিজে অভিনয় করতে চেয়েছিলেন আমির খান। তবে সেখানে বাধ সেধেছিল তাঁর তারকা ইমেজ। কিরণ বলছেন, 'আমির এই ছবির একটি চরিত্রে অভিনয় করতে চেয়েছিল। ও বলেছিল, এমন মেকআপ বা শারিরীক ভাষা থাকবে, যে কেউ ওঁকে চিনতেই পারবে না। ছবির গল্পের সঙ্গে ওঁর তারকা ইমেজ যায় না। সেই কারণেই আমির বলেছিল সম্পূর্ণ ছক ভেঙে অভিনয় করবে ও। তবে তাতে আমি রাজি হইনি।' এরপরে আমির বলেন, 'কিরণ আমায় বলেছিল, তুমি ছবিতে থাকলে তোমার নামেই টিকিট বিক্রি হবে। কিন্তু তোমায় যদি কেউ নাই চিনতে পারে তাহলে আমি টিকিট বেচব কী করে?'
নিজের কেরিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঙ্গে হওয়া একটি অভিজ্ঞতা শেয়ার করে নেন আমির। তাঁর কথায়, 'আমি আমার প্রথম ছবি 'কেয়ামত সে কেয়ামত তক'-এর শ্যুটিং করছি। আমার সঙ্গে ছিল নুজত, শ্যুট হচ্ছিল ফিল্ম সিটিতে। একটা দৃশ্য ছিল অন্ধকারে শ্যুট করার, আর তখন পুরো দিনের আলো। আমরা নির্দিষ্ট ঘরে বসে অপেক্ষা করছি সূর্য ডোবার। মেকআপ ঘরের বাইরে অন্য একটা ছবির শ্যুটিং চলছিল। আমরা শুনলাম, একজন অভিনেতা নিজের সংলাপ বলে বলে অভ্যাস করছেন। বিশ্বাস করুন.. প্রায় ২০০ বার নিজের সংলাপ উনি বললেন। অবাক হয়ে আমি বাইরে বেরিয়ে এলাম এটাই দেখার জন্য যে কোন নতুন অভিনেতা এসেছেন যাঁকে তাঁর সংলাপ এতবার অভ্যাস করতে হচ্ছে! বাইরে বেরিয়ে দেখলাম.. আর কেউ নয়, ফ্লোরে দাঁড়িয়ে স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। আমি তো অবাক। একটা কোণে বসে ওঁর অভিনয় দেখতে শুরু করলাম। উনি সিন কাট হওয়ার পরেও বেশ কিছুক্ষণ চরিত্রে থাকেন, বারে বারে পরিচালককে প্রশ্ন করেন, সংলাপ সঠিকভাবে বলা হয়েছে কি না। ওঁর কাছে প্রত্যেকটা শটই যেন কেরিয়ারের প্রথম শট। অমিতজীর এই ব্যবহার আমায় বিশাল বড় একটা শিক্ষা দিয়ে গিয়েছিল।'
আরও দেখুন: Ideas of India 3.0: কিরণের ছবির গল্প নিয়ে খোশমেজাজে আমির, বললেন..
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)