Ideas Of India 3.0: প্রথমবার পর্দায় অ্যাকশন করবেন কিয়ারা, কী করে সামলেছিলেন কেরিয়ার শুরুর কঠিন সময়টা?
Kiara Advani at Ideas of India : এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া'-তে এসে, নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললেন অভিনেত্রী কিয়ারা আডবাণী
নয়াদিল্লি: বলিউডে প্রথম সারির নায়িকা তিনি। চেখে দেখেছেন সাফল্য.. তবে সেই গল্প সবার জানা। কিন্তু কখনও কি ব্যর্থতা এসেছে? কাজ না পাওয়ার হতাশা ঘিরে ধরেছে তাঁকে? কীভাবে কাটিয়ে উঠেছেন সেই সমস্ত পরিস্থিতি? নিজের কেরিয়ারে চ্যালেঞ্জ নিতে কখনও কি ভয় পান তিনি? এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া' (Ideas of India)-তে এসে, নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বললেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)।
এদিন 'আইডিয়াজ় অফ ইন্ডিয়া'-র মঞ্চে কিয়ারা আডবাণীর সঙ্গে কথোপকথনের দায়িত্ব ছিল বিখ্যাত লেখক চেতন ভগত (Chetan Bhagan)-এর ওপর। এই খবর ইতিমধ্যে সবারই জানা যে কিয়ারাকে দেখা যাবে 'ডন ৩' (Don 3) ছবির নায়িকা হিসেবে। সবকিছু ঠিকঠাক থাকলে, এটিই হবে কিয়ারা অভিনীত প্রথম অ্যাকশন ফিল্ম। এই ছবির কথা বলতে গিয়ে চেতন ভগত তুলে আনেন সেই কিয়ারা আডবাণীর কথা, যে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিল একটি ভীষণ নরম চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। 'কবীর সিং' ছবির প্রীতি।
কিয়ারা এই ছবি নিয়ে বলেন, 'আমার বাড়িতে একজন অ্যাকশন হিরো রয়েছে যে দারুণ কাজ করছে। তবে আমি মোটেই তাঁর সঙ্গে অ্যাকশনের অনুশীলন করি না। আসলে অ্যাকশন ফিল্মে কাজ করার সিদ্ধান্ত নেওয়াটা খুব ভেবেচিন্তেই। আমি এতদিন যে ধরণের কাজ করে এসেছি, মানুষের চোখে আমি যা... তাতে একটা বদল ঘটাতে চেয়েছিলাম। আর এই একটা জঁর যেখানে আমি কখনও কাজ করিনি। একজন অভিনেতা হিসেবে সবসময়ে নিজের থেকে সম্পূর্ণ উল্টো চরিত্রকে ফুটিয়ে তোলা, গোটা বিশ্বকে বিশ্বাস করানো, তুমি এমনটাই... সেটাই তো হওয়া উচিত। আমার অবশ্য ছবিটার জন্য তৈরি হওয়ার যথেষ্ট সময় রয়েছে। তবে গোটা কাজটা নিয়ে আমি ভীষণ আগ্রহী।'
এদিন নিজের জীবনযাত্রা, সোশ্যাল মিডিয়া, সবকিছুরই টুকরো টুকরো ছবি উঠে আসে কিয়ারা আডবাণীর কথায়। এদিন মজা করে অভিনেত্রীকে বলতে শোনা গেল, 'এখন তো ফ্যানেরা আমায় অ্যাডবাণী বলে ডাকছে, কারণ আমি নাকি আমার সোশ্যাল মিডিয়ায় শুধুই বিজ্ঞাপন পোস্ট করি। আসলে সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনযাত্রার টুকরো টুকরো ছবি ভাগ করে নেওয়ার যে ট্রেন্ড, তা থেকে একটু পিছিয়েই রয়েছি আমি।'
কিয়ারা এদিন কথা বলেন নিজের ব্যর্থতা নিয়েও। তাঁর কথায়, 'প্রথম যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, মনে হয়েছিল, আমায় কেবল একটা ছবি পেতে হবে। তারপরে তো সিনেমার অফার আসতেই থাকবে। আমার ভুল ভাঙে, প্রথম ছবি 'কবীর সিং'-এর পরে। আমার অভিনয় প্রশংসিত হয়েছিল বটে, কিন্তু ছবিটা বক্সঅফিসে দুর্দান্ত কিছু সাফল্য পায়নি। আর তাই, প্রথম ছবিতে কাজ করার পরেই যে আমার হাতে প্রচুর অফার এসেছিল এমনটা নয়। আমায় যথেষ্ট অপেক্ষা করতে হয়েছে। আমি বুঝেছি, আমাদের পেশায় কোনোকিছু স্থায়ী নয়। আমার হাতে কাজ ছিল না, কিন্তু আমি যখন, যেটুকু, যেখানে কাজের সুযোগ পেয়েছি, ছাড়িনি। আমার মনে হয়েছিল, কখন কোন দরজা খোলা পাব জানি না। সেটা কোনও ছবি না হোক, মিউজিক ভিডিও হবে, শর্টফিল্ম হবে, বিজ্ঞাপন হবে... কিছু তো একটা কাজ থাকবে। আমি শিখছি আর সেই শেখাটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার শিক্ষা, অভিজ্ঞতা, গুণের ওপর ভিত্তি করেই আমি একদিন সাফল্য পাব।'
আরও পড়ুন: Ideas Of India 3.0: 'অফিস বন্ধক রেখে 'দ্য কেরালা স্টোরি' তৈরি করেছিলাম', বললেন প্রযোজক বিপুল শাহ