এক্সপ্লোর
Advertisement
‘দঙ্গল’ প্রমোট করতে ‘বিগ বস’-এ যাবেন না আমির
মুম্বই: সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের শৈত্যতা কমেছে। দুজনে এখন বন্ধু। তবে তাঁর আগামী ছবি ‘দঙ্গল’ প্রমোট করতে ‘বিগ বস’-এ যাবেন না বলে জানালেন আমির খান। সলমনের এই জনপ্রিয় টেলিভিশন শো-এ গিয়ে ‘দঙ্গল’ প্রমোট করবেন কিনা জানতে চাইলে আমির বলেন, টেলিভিশনে অনুষ্ঠান করে ছবির প্রচার করবেন না তিনি। সে জন্য ছবির ট্রেলার আর প্রোমোই যথেষ্ট।
একইসঙ্গে সলমন সম্পর্কে তাঁর মন্তব্য, আমি জানি, ও আমার ছবি প্রমোট করতে চাইবে। আমিও ওর ছবি প্রমোট করতে ভালবাসি। ওকে ‘দঙ্গল’ দেখানোর জন্য উদগ্রীব হয়ে রয়েছি।
কিছুদিন আগে ‘সুলতান’ ছবিতে সলমন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করেন। সুপার ডুপারহিট সেই ছবির পর এবার ‘দঙ্গল’-এ আমিরও কুস্তিগীরের ভূমিকায়। তবে সলমনের সঙ্গে কুস্তি সংক্রান্ত কোনও আলোচনা করেননি আমির। তিনি জানিয়েছেন, কোচ কৃপাশঙ্কর সিংহই তাঁদের প্রশিক্ষণ দিয়েছেন। তবে ‘সুলতান’-এর প্রমোশনের সময় সলমন জানান, দঙ্গল-এ সিক্স প্যাক অ্যাব না করার জন্য আমিরকে পরামর্শ দিয়েছেন তিনি।
‘দঙ্গল’-এ আমিরের দুটি ভিন্ন লুক। একটিতে তিনি ছিপছিপে, পেশীবহুল অন্যটিতে স্বাস্থ্যবান, বয়স্ক ব্যক্তি।
আমির জানিয়েছেন, কুস্তিগীর দুধরনের হন। আখড়ায় মাটি মেখে যাঁরা কুস্তি করেন, তাঁরা স্বাস্থ্যবান, এমনকী ভুঁড়িও থাকে। আবার সুশীল কুমারের মত কুস্তিগীরদের সিক্স প্যাক থাকে, তাঁরা সুপার ফিট। মহিলা কুস্তিগীর গীতা ও ববিতা ফোগাট, যাঁদের জীবনের কথা ‘দঙ্গল’-এ তুলে ধরা হয়েছে, তাঁরাও প্রচণ্ড ফিট।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement