Amitabh on Daughter's Day 2021: বিশ্ব কন্যা দিবসে মেয়ে শ্বেতাকে আবেগপ্রবণ বার্তা অমিতাভ বচ্চনের
মেয়ে শ্বেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন এমন কিছু কথা, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও।
মুম্বই : আজ বিশ্ব কন্যা দিবস। আজকের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় মেয়ে শ্বেতাকে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মেয়ে শ্বেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে অমিতাভ বচ্চন লিখেছেন এমন কিছু কথা, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরাও।
আরও পড়ুন - কবে মুক্তি পাচ্ছে অজয় দেবগন পরিচালিত, প্রযোজিত এবং অভিনীত ছবি 'মে ডে'?
আরও পড়ুন - Jersey Release Date: কবে মুক্তি পাবে শাহিদ কপূরের বহু প্রতীক্ষিত স্পোর্টস-ড্রামা 'জার্সি'?
বিশ্ব কন্যা দিবসে ইনস্টাগ্রাম হ্যান্ডলে অমিতাভ বচ্চন লেখেন, 'শুভ কন্যা দিবস। মেয়েরা যদি না থাকত, তাহলে সমাজ, সংস্কৃতি কিছুই থাকত না।' এরই সঙ্গে একটি হৃদয়ের চিহ্নও যোগ করে দিয়েছেন বিগ বি। বাবার এমন আবেগপ্রবণ পোস্টে 'বাবা তোমায় ভালোবাসি' বলে কমেন্ট করেছেন মেয়ে শ্বেতা। অমিতাভ বচ্চনের এই পোস্টের পরই সেখানে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, 'কৌন বনেগা ক্রোড়পতি'-র একটি এপিসোডে অমিতাভ বচ্চন আফশোষ করে বলছিলেন যে, তাঁর দুই সন্তান অভিষেক বচ্চন এবং শ্বেতার বেড়ে ওঠার দিনগুলোয় তিনি তাঁদের সঙ্গে থাকতে পারেননি। আবেগপ্রবণ হয়ে বিগ বি বলেন, 'আমার সবসময়ই একটা দুঃখ থেকে যাবে যে, যখন সকালে কাজে যেতাম, তখন ওরা ঘুমোতো। যখন কাজ থেকে বাড়ি ফিরতাম, তখনও ওরা ঘুমোতো। কারণ বাড়ি ফিরতে অনেক দেরি হত। তো তখনকার সেই দিনগুলোর কথা ভাবলে কষ্ট হয়। কিন্তু এখন সবাই অনেক বেশি বুঝদার হয়ে গিয়েছে।'
আরও পড়ুন - Juhi Chawla Update: জুহি চাওলাকে চড় মারতে গিয়েছিলেন ফারাহ খান!
বচ্চন পরিবাররে সদস্য হলেও নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে রেখেছেন অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন। পারিবারিক ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। অভিনয় জগতে আসার প্রসঙ্গে তিনি বহুবারই জানিয়েছেন যে, তাঁর বাবা এবং দাদাকে যে পরিমাণ ট্রোলিংয়ের শিকার হতে হয়, তা দেখে তিনি মারাত্মক দুঃখ পান এবং অবাকও হন।