এক্সপ্লোর
বৃষ্টি বিপর্যস্ত মুম্বই নিয়ে টুইটে কটাক্ষ করায়, বিগ বিকে পাল্টা তোপ নেটিজেনদের
মুম্বই: বিশ্বের যেকোনও জায়গায় যাই ঘটুক, সবকিছু নিয়েই প্রথমে টুইট করে থাকেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তবে সববিষয় মতামত প্রকাশের সঙ্গে নিজের একটি করে ছবি পোস্টের অভ্যাস আছে বিগ বি-র। অভিনেতার সেই অভ্যাসটা মোটেই ভালভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। সেইজন্যে সাম্প্রতিক বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই নিয়ে অমিতাভ বচ্চনের টুইট কটাক্ষের পর তাঁকে মোটেই ছেড়ে কথা বলেননি টুইটারাইটরা।
বৃষ্টির পর বিপর্যস্ত মুম্বইয়ের অবস্থা নিয়ে এই টুইটগুলি করেন অমিতাভ।
T 2531 - " Mumbai real estate prices hit an all time high - Every building is now sea facing."~???????????????? from Prasoon Pandey pic.twitter.com/YIHFScHmY4
— Amitabh Bachchan (@SrBachchan) August 29, 2017
T 2531 -Flooded roads, Police common man helping against terrible odds .. amidst this 'Visarjan' with band music still on .. amazing Mumbai pic.twitter.com/kox7cDnuEB — Amitabh Bachchan (@SrBachchan) August 29, 2017
তিনি প্রথম টুইটে লেখেন মুম্বইয়ে রিয়েল এস্টেটের দাম ফের উর্ধ্বমুখী, কারণ এখন সব বাড়িই সমুদ্রমুখী। এরপরই বিরক্তিতে ফেটে পড়েন টুইটারাইটরা। টুইটারাইটার পাল্টা তাঁকে বলনে, ঝড় সঙ্গে মুষলধারে বৃষ্টিতে কোনও মজা নেই। এই পরিস্থিতি নিয়ে হাসিঠাট্টা করার কোনও কারণ নেই। আরেক জন অমিতাভের মজা করার ক্ষমতাকে কটাক্ষ করে বিগ বিকে বলেন, ভাবতে পারছেন এইমুহূর্তে কত বাবা-মা, তাঁদের সন্তানরা কতটা যন্ত্রণা ও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন টুইটারাইদের তাঁকে করা কয়েকটি টুইটের নমুনাT 2531 - Don't try to fight nature .. don't put blame .. what did the most powerful nation in the World do against Hurricane Harvey ?? pic.twitter.com/rvSJXS0Zgl
— Amitabh Bachchan (@SrBachchan) August 29, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement