এক্সপ্লোর
ফেসবুক ব্যবহার করতে ফের সমস্যা, ট্যুইটারে সরব বিগ বি

মুম্বই: ফেসবুকে অমিতাভ বচ্চনের ফলোয়ার সংখ্যা ২ কোটি ৭০ লক্ষেরও বেশি। অথচ বলিউডের শাহেনশাই ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডাউনলোড হচ্ছে না। যা নিয়ে ট্যুইটারে বিরক্তি প্রকাশ করেছেন বিগ বি।
T 2472 - Arre yaar FB .. tu kyun nahin khulta hai mare liye full mein .. dalna hai yaar usme kuch baatein meri .. !! pic.twitter.com/k6HkGkmtF0
— Amitabh Bachchan (@SrBachchan) July 1, 2017
এর আগেও ফেসবুক নিয়ে সমস্যায় পড়েছিলেন অমিতাভ। গত মাসেও তিনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছিলেন না। সেবারও ট্যুইটারে সরব হয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাঁর সমস্যা মেটেনি। T 2466 - HELLO ! FaceBook ..! Wake up ..my page does not open fully .. been like this for days ! Had to use this medium to complain ,,SAD ! pic.twitter.com/SvzUHBBDvT
— Amitabh Bachchan (@SrBachchan) June 25, 2017
রামগোপাল বর্মার ছবি সরকার ৩-এ শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল অমিতাভকে। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিনয়কৃষ্ণ আচার্যর ছবি ‘থাগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিং শুরু হয়েছে। আগামী বছরের দীপাবলিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ঋষি কপূরের সঙ্গে ‘১০২ নট আউট’ ছবিতেও কাজ করছেন অমিতাভ। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















