Anil Kapoor on Sonam Birthday: 'তোমার সব পরিস্থিতি শক্ত হাতে সামলানো দেখে অবাক হয়ে যাই', জন্মদিনে সোনমকে খোলা চিঠি বাবা অনিলের
Anil Kapoor on Sonam Kapoor Birthday: সোশ্যাল মিডিয়ায় আজ মেয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন বলিউড অভিনেতা। সেখানে রয়েছে তাঁর বিভিন্ন রূপ, কখনও মেয়ে হিসেবে, কখনও মা হিসেবে, কখনও অভিনেত্রী হিসেবে।

কলকাতা: আজ আদরের মেয়ের জন্মদিন। মেয়ে থেকে নায়িকা, আবার মা হয়ে ওঠা.. সবটাই যেন তাঁর চোখের সামনে। কখন যে চোখের সামনে বড় হয়ে গেল ছোট্ট মেয়ে.. তা যেন এখনও বিশ্বাস হয় না তাঁর। মেয়ের জন্মদিনে, আবেগপ্রবণ পোস্ট বাবা অনিল কপূরের (Anil Kapoor)। আজ যে তাঁরও বাবা হয়ে ওঠার দিন।
সোশ্যাল মিডিয়ায় আজ মেয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন বলিউড অভিনেতা। সেখানে রয়েছে তাঁর বিভিন্ন রূপ, কখনও মেয়ে হিসেবে, কখনও মা হিসেবে, কখনও অভিনেত্রী হিসেবে। অনিল কপূর লিখছেন, 'শুভ জন্মদিন সোনম। আমার প্রথম সন্তান। তুমি চিরকাল আমার হৃদয়ে বিশেষ একটি স্থান অধিকার করে থাকবে। তোমার বেড়ে ওঠা, পরিণত হওয়া নিজের চোখে দেখতে পাওয়া আমার কাছে আশীর্বাদ। আমি অবাক হয়ে দেখি, প্রত্যেকটা পরিস্থিতিকে, তুমি কেমন করে শক্ত হাতে সামাল দাও। তুমি বায়ুর সেরা মা হয়ে উঠছো, সেটাও দেখি আমি। শুধু বায়ুর মা নয়, তুমি একজন প্রেমে পড়ার মতো স্ত্রী, সেরা মেয়ে আর একজন খুব ভাল বোন। সবচেয়ে বড় কথা, তুমি প্রত্যেকটা মুহূর্তে আমায় গর্বিত করো। তোমার প্রত্যেকটা বিষয়কে সামলানো, সামঞ্জস্য বজায় করে চলার ক্ষমতা আমায় অবাক করে। তুমি এমন একজন নারী হয়ে উঠেছো, যে একার হাতে সবকিছু সামলাতে পারো এবং খুব ভালভাবে। তোমার জীবন ভরে উঠুক আনন্দে, ভালবাসায়, উচ্ছ্বাসে, সাফল্যে।'
সোনম কেরিয়ার শুরু করেছিলেন 'ব্ল্যাক'-এর সেট থেকে। তবে নায়িকা নয়, সহকারী হিসেবে। তাঁর প্রথম ছবি 'সাঁওয়ারিয়া'। কিন্তু অনেকেই জানেন না, এই ছবিতে সোনম কপূর নন, সাকিনার চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে পরে, রণবীরের সঙ্গে জুটি হিসেবে সঞ্জয় লীলা ভনসালি নিয়ে আসেন বলিউডে নতুন মুখ, সোনম কপূরকে।তবে চেষ্টা সফল হয়নি রণবীরের। অসফল হয় সাঁওয়ারিয়া-র মতো বিগ বাজেট ছবিও।
View this post on Instagram
আরও পড়ুন: Shilpa Shetty Diet: ৫০-এর দোরগোড়ায় দাঁড়িয়েও এত ফিট! শিল্পা শেট্টি সারাদিন কী কী খান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















