Anirban Bhattacharyya: গানে, সুরে, নাটকে একাই ফুটিয়ে তুললেন চরিত্রদের, অনির্বাণে মুগ্ধ কলকাতা লিটারারি মিট
Anirban Bhattacharyya News: কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কলকাতা লিটারারি মিট ২০২৩-এর প্রথম দিনের অনুষ্ঠানের শেষে রইল অনির্বাণের একক শ্রুতিনাটক 'মশা'

কলকাতা: তিনি বড়পর্দার দুঁদে অভিনেতা আবার পরিচালকও। শুধু কি তাই, নাটকের মঞ্চেও তিনি রাজত্ব করেছেন দীর্ঘদিন থেকে। এখানেই শেষ নয়, গানের সুরেও তিনি অনুরাগীদের মন ছুঁয়েছেন অনায়াসেই। আর কলকাতা লিটেরালি মিটে এক্কেবারে অন্যরূপে ধরা দিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। শ্রুতি নাটকে তিনি কখনও বৃদ্ধ, কখনও ঘরের বৌ, তরুণ জোয়ান, বোবা মেয়ে... কখনও আবার তিনি.. মশা!
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে কলকাতা লিটারারি মিট ২০২৩-এর প্রথম দিনের অনুষ্ঠানের শেষে রইল অনির্বাণের একক শ্রুতিনাটক 'মশা'। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত এই গল্পের নাট্যরূপ পাঠ করেছেন অনির্বাণ। শুধু পাঠ নয়, মিনিট ২৫-এর নাটকে অনির্বাণের দরাজ গলায় শোনা গেল একাধিক গানও।
আরও পড়ুন: New Web Series: 'অলক্ষ্মী'-দের গল্প শোনাতে হাজির নতুন ওয়েব সিরিজ, রয়েছেন প্রিয়ঙ্কা-দেবরাজরা
অনির্বাণ মঞ্চে উঠেই জানান, তিনি একাই শ্রুতি নাটকটি পাঠ করবেন, গান গাইবেন, আবার নিজেই বাজাবেন সামনে রাখা তানপুরা। যদি পাঠে ত্রুটি হয়, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তা হয়নি। বরং দর্শকাসনের সবাই ডুবলেন তাঁর কন্ঠের যাদুতে। একাধিক চরিত্রের গলা তিনি অনায়াসেই ফুটিয়ে তুললেন মঞ্চে। তাঁদের আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য, আলাদা কথা বলার ধরণ.. অনির্বাণ কন্ঠ দিয়ে ছবি আঁকেন যেন।






















