New Web Series: 'অলক্ষ্মী'-দের গল্প শোনাতে হাজির নতুন ওয়েব সিরিজ, রয়েছেন প্রিয়ঙ্কা-দেবরাজরা
New Bengali Web Series: চার বন্ধু একসঙ্গে গোয়া যাবে.. এই পরিকল্পনা ছিল ছোটবেলা থেকে। শেষমেষ এক বন্ধুর ব্যাচেলার পার্টিতে চার বন্ধু মিলে সফর শুরু হল।
![New Web Series: 'অলক্ষ্মী'-দের গল্প শোনাতে হাজির নতুন ওয়েব সিরিজ, রয়েছেন প্রিয়ঙ্কা-দেবরাজরা New Web Series: Olokkhis in Goa released, know in details about this web series New Web Series: 'অলক্ষ্মী'-দের গল্প শোনাতে হাজির নতুন ওয়েব সিরিজ, রয়েছেন প্রিয়ঙ্কা-দেবরাজরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/5007838f42ae3c59c1ca4e1f9cad6b5b167441354687649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'অলক্ষ্মী'-দের গল্প নিয়ে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে হাজির নতুন ওয়েব সিরিজ। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে অলক্ষ্মীজ ইন গোয়া'-র (Olokkhis in Goa) ট্রেলার ও গান। চার বন্ধুর এই গল্পের মিউজিক লঞ্চের জন্য করা হয়েছিল বিশেষ আয়োজন। Effingutbrews ladies Night ও কিছু সঙ্গীতশিল্পীদের লাইভ পারফরম্যান্সের আয়োজনেও করা হয়েছিল এই অনুষ্ঠানে। গোটা সন্ধে নজর কাড়ল, সুরে গানে মাতিয়ে রাখল নতুন প্রতিভারা।
চার বন্ধু একসঙ্গে গোয়া যাবে.. এই পরিকল্পনা ছিল ছোটবেলা থেকে। শেষমেষ এক বন্ধুর ব্যাচেলার পার্টিতে চার বন্ধু মিলে সফর শুরু হল। কিন্তু নেহাত সরলরেখায় চলল না চার বন্ধুর এই যাত্রা। বাড়ি থেকে বাধা, ঘটনার ঘনঘটা, সব পেরিয়ে তৈরি হল 'অলক্ষ্মী'-দের গল্প। জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত এই সিরিজে রয়েছেন, প্রিয়ঙ্কা মন্ডল (Priyanka Mondal), প্রিয়ঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacharyya), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee) ও আভেরি সিংহ রায় (Abheri Singha Roy)। এছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য্য (Devraj Bhattacharyya)।
আরও পড়ুন: Shah Rukh Khan: ছুটির সন্ধেয় হঠাৎ অনুরাগীদের জন্য বিশেষ উপহার শাহরুখ খানের
সিরিজের গল্প অনুযায়ী, তিতাস, বর্ষা, হৈ আর রণিতা ছোটবেলা থেকেই বন্ধু৷ মফস্বলের জল হাওয়ায় বড় হয়ে ওঠা চারজন সাধারণ মেয়ে যাদের ছোটবেলা থেকে পরিবার, সমাজ, সকলে 'অলক্ষ্মী' বলে ডেকেছে। ওদের দস্যিপনা স্কুল পেরিয়ে কলেজ এবং তারও পরে সকলের কাছেই ছিল প্রসিদ্ধ। দেশের আপামর বলিউড প্রেমীদের মত ওরাও 'দিল চাহতা হ্যায়' দেখে ঠিক করেছিল বড় হয়ে তিতাসের ব্যাচেলারেটে গোয়া যাবে৷
শেষমেশ অলক্ষ্মীরা, অর্থাৎ তিতাস, রণিতা, হৈ এবং বর্ষা, পারবে কি তাদের বন্ধুত্বের সমাবর্তন উদযাপন করতে? ওরা কি আদৌ ফিরতে পারবে কলকাতায়, আপনজনেদের কাছে? 'ডার্ক কমেডি'র মোড়কে নির্মিত 'অলক্ষ্মীজ ইন গোয়া'য় মিলবে সব প্রশ্নের উত্তর।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)