Anirban-Parambrata: অনির্বাণের বিপরীতে পার্নো, প্রকাশ্যে পরমব্রতর 'ভোগ' ওয়েব সিরিজের প্রথম লুক
Anirban Bhattacharyyaa and Parno Mitra: পরমব্রত চট্টোপাধ্যায়ের 'ভোগ' সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য এই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। আর এবার প্রকাশ্যে এল পার্ণো মিত্র -র নাম
কলকাতা: এই সিরিজের খবর প্রকাশ্যে এসেছিল আগেই, আর এবার প্রকাশ্যে এল অভিনেতার অভিনেত্রীদের লুক। সঙ্গে প্রকাশ্যে এল সিরিজের নায়িকার নামও! পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee)-র 'ভোগ' সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) এই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। আর এবার প্রকাশ্যে এল পার্নো মিত্র (Parno Mitra)-র নাম। দুজনেরই যে লুক প্রকাশ্যে এসেছে, তা বেশ চমকে দেওয়ার মতো। অভীক সরকারের লেখা একটি জনপ্রিয় বই থেকেই নেওয়া হয়েছে এই সিরিজের গল্প।
এই গল্পে দেখানো হয়, একটি কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে একেবারে একাকী থাকা এক ব্যক্তির। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে। শেষ পর্যন্ত কী হয়, তার উত্তর দেবে সিরিজ। অভীক সরকারের লেখা একটি জনপ্রিয় অডিও স্টোরিকে এবার পর্দায় নিয়ে আসছেন পরমব্রত। তবে এর আগেও এই গল্প নিয়ে একটি কাজ হয়েছে। রাজর্ষি দে পরিচালিত ‘পূর্ব, পশ্চিম, দক্ষিণ— উত্তর আসবেই’-এ এই গল্পকেই তুলে ধরা হয়েছে। পরমব্রতের সঙ্গে এই সিরিজ়ের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী। মাইথোলজিক্যাল থ্রিলার ও ড্রামা কেন্দ্রিক এই ওয়েব সিরিজের এখনও শ্যুটিং শুরু হয়নি। সদ্য সিরিজের লুক সেট হয়েছে।
পরমব্রত ও অনির্বাণ, দুজনেরই দুটি নতুন সিরিজ মুক্তি পেয়েছে সদ্য। পরমব্রতর পরিচালনায় মুক্তি পেয়েছে 'নিকষ ছায়া'। এই সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তন্ত্রসাধনার একটি গল্প ঘিরে এগিয়ে গিয়েছে এই সিরিজ। অন্যদিকে অনির্বাণের ক্রিয়েটিভ পরিচালনায় মুক্তি পেয়েছে 'তালমার রোমিও জুলিয়েট'। এই সিরিজের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছেন দুই নতুন অভিনেতা অভিনেত্রী। প্রসঙ্গত, পাশাপাশি একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ রয়েছে অনির্বাণ ও পরমব্রতর হাতে।
এই গল্পের প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল সেখানে দেখা গিয়েছিন শুধু অনির্বাণ ভট্টাচার্য্য ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। অনির্বাণ চেয়ার বসে রয়েছেন আর তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন পরমব্রত। তার হাতে 'ভোগ' লেখা একটি বই। সেই সময়ে প্রকাশ্যে আসেননি অনির্বাণের বিপরীতে কাকে দেখা যাবে। তবে এবার প্রকাশ্যে এসেছে অনির্বাণের বিপরীতে দেখা যাবে পার্নো মিত্রকে।
আরও পড়ুন: Alia Bhatt: শীতেও এত পেলব ত্বক আলিয়ার! এই কয়েকটি পদ্ধতি মেনে চললে পেতে পারেন আপনিও!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।