Ankush Hazra: অভিনেতা অঙ্কুশের নতুন ইনিংস, আগামী বছর আসছে 'মির্জা'
Ankush Hazra's New Film Mirza: স্বাধীনতা দিবসের দিন ছবির টিজার প্রকাশ্যে এসেছে। টিজারেই স্পষ্ট, ছবিটি অ্যাকশনধর্মী। ছবির পরিচালনা করছেন পরিচালক সুমিত-শাহিল।

কলকাতা: কেবল অভিনেতা নয়, অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবার প্রযোজকও (Producer)! স্বাধীনতা দিবসের (Independence Day) দিন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের (Raktim Chatterjee) সংস্থার সঙ্গে জুটি বেঁধে নতুন ছবি প্রযোজনা করতে চলেছেন অঙ্কুশ। ছবির নাম মির্জা (Mirza)
স্বাধীনতা দিবসের দিন ছবির টিজার প্রকাশ্যে এসেছে। টিজারেই স্পষ্ট, ছবিটি অ্যাকশনধর্মী। টিজারের ক্যাপশানে লেখা রয়েছে, 'কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি'। ছবির পরিচালনা করছেন পরিচালক সুমিত-শাহিল (Sumit Shahil)।
View this post on Instagram
সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই হবে ছবির টিজারের শ্যুটিং। তবে অঙ্কুশই যে প্রথম নায়ক হয়ে প্রযোজনা করছেন তা নয়।। নায়কদের প্রযোজক হয়ে ওঠার সাক্ষী অনেক বারই থেকেছে টলিউড। দেব থেকে শুরু করে জিৎ, প্রত্যেকেরই প্রযোজনা সংস্থা রয়েছে। সেখান থেকে একাধিকবার ছবি মুক্তি পেয়েছে। এবার প্রযোজক অঙ্কুশের ছবি দর্শকেরা কতটা পছন্দ করে সেটাই দেখার।
আরও পড়ুন:Katrina Kaif: আলিয়া, বিপাশার পর কি এবার মা হতে চলেছেন ক্যাটরিনা? সাম্প্রতিক ছবিতে বাড়ল জল্পনা
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ইদে মুক্তি পাবে এই ছবি। এখনও প্রকাশ্যে আসেনি ছবির কাস্টিং ও বাকি চরিত্রদের নাম। গল্প সম্পর্কেও তেমন আঁচ পাওয়া যায়নি। তবে টিজারে আন্দাজ করা যায়, এই ছবি অ্যাকশনধর্মী।
সদ্য ঐন্দ্রিলার সঙ্গে বিদেশে ছবির শ্যুটিং করে ফিরেছেন অঙ্কুশ। আপাতত নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন সহ প্রযোজক রক্তিম। সেখানে ক্যাপশানে রক্তিম লিখেছেন, 'আমার মির্জা'


















