ভাঙা পা নিয়েই চলছিল অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, থামতে বাধ্য হলেন অঙ্কুশ
আগামী ছবি 'লভ ম্যারেজ'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ। কিন্তু তার মধ্যেই ঘটেছে বিপত্তি।
কলকাতা : পা ভেঙেছে পঞ্চাশ দিন আগেই। ভাঙা পায়ে ব্যান্ডেজ বেঁধেই চলছিল ছবির শ্যুটিং। গত পঞ্চাশ দিন ধরে এইভাবেই চলেছে অ্যাকশন দৃশ্যেরও অভিনয়। কিন্তু আর পারা যাচ্ছে না। এবার থামতে বাধ্য হলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাঙা পায়ের ছবি পোস্ট করে জানিয়েছেন।
আরও পড়ুন - 'রাবণ'-এ নতুন অভিনেত্রীকে লঞ্চ করতে চলেছেন জিৎ, কে সেই নতুন মুখ?
আরও পড়ুন - না দেখলে বিশ্বাস হবে না, ৩৬০ ডিগ্রি জিভ ঘোরাচ্ছেন জাহ্নবী কপূর!
আগামী ছবি 'লভ ম্যারেজ'-এর শ্যুটিং শুরু করে দিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ। কিন্তু তার মধ্যেই ঘটেছে বিপত্তি। অসাবধানতাবশতই ভেঙেছে পা। তেমনটাই জানাচ্ছেন অভিনেতা। আর সেই ভাঙা পা নিয়েই গত পঞ্চাশ দিন ধরে অভিনয় চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু এবার পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় শ্যুটিং বন্ধ করতেই হল তাঁকে। এগিন ভাঙা পায়ের ছবি পোস্ট করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অঙ্কুশ লেখেন, 'ভাঙা পা নিয়ে প্রায় পঞ্চাশ দিন শ্যুটিং চালিয়ে যাচ্ছিলাম। এমনকি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছি। কিছুটা অসাবধানতাবশতই ঘটেছে এটা। আবার এই পরিস্থিতিতে শ্যুটিং বন্ধ রাখতেও পারছিলাম না। কিন্তু দুর্ভাগ্যবশত এবার লভ ম্যারেজ ছবির শ্যুটিং বন্ধ করতে বাধ্য হচ্ছি। গত কিছুদিন ধরে পায়ের চোট খুবই বেদনাজায়ক হয়ে উঠেছে। আশা করছি খুব শীঘ্রই পায়ের চোট সারিয়ে কাজে ফিরতে পারব। সকলকে জানাই ভালোবাসা এবং শুভ কামনা।'
আরও পড়ুন - Mira Rajput Maldives Vacation: নারকেল গাছে ওঠার চেষ্টা করছেন শাহিদ কপূরের স্ত্রী মীরা!
আরও পড়ুন - রোম্যান্টিকতায় ভরপুর, প্রভাসের জন্মদিনেই মুক্তি পেলো 'রাধে শ্যাম' ছবির টিজার
অভিনেতা অঙ্কুশ হাজরার এই পোস্ট দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। তাঁরা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশের নতুন ছবি 'এফআইআর'। এই ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের থেকেও প্রশংসা আদায় করে নিয়েছে।