Mira Rajput Maldives Vacation: নারকেল গাছে ওঠার চেষ্টা করছেন শাহিদ কপূরের স্ত্রী মীরা!
মলদ্বীপে ছুটি কাটালেও এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন 'যব উই মেট' অভিনেতা শাহিদ কপূর। খুব শীঘ্রই তাঁর স্পোর্টস ড্রামা 'জার্সি' মুক্তি পাবে।
মুম্বই : অভিনেত্রী না হয়েও সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তার অভাব নেই। ইনস্টাগ্রামে তাঁকে প্রায় ৩ মিলিয়ন মানুষ ফলো করেন। আর অনুরাগীদের জন্য তিনিও হামেশাই নানা ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন। কখনও হ্যান্ডসাম হাজব্যান্ড শাহিদ কপূরের (Shahid Kapoor) সঙ্গে। তো কখনও দুই সন্তান মিশা এবং জৈনের সঙ্গে। অভিনেত্রী না হয়েও মীরা কপূরের (Mira Kapoor) অনুরাগীর সংখ্যা বেশ চোখে পড়ার মতো।
আরও পড়ুন - রোম্যান্টিকতায় ভরপুর, প্রভাসের জন্মদিনেই মুক্তি পেলো 'রাধে শ্যাম' ছবির টিজার
সম্প্রতি দুই সন্তানের সঙ্গে মলদ্বীপে সময় কাটাচ্ছেন শাহিদ কপূর ও তাঁর স্ত্রী। সেখান থেকেই নানারকম ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করছেন। কখনও তাঁকে দেখা যাচ্ছে সমুদ্রের সাঁতার কাটতে কাটতে উপভোগ করতে। তো কখনও বিচে ভিটামিন ডি নিতে দেখা যাচ্ছে। মলদ্বীপের সৌন্দর্য উপভোগ করতে করতে সোজা নারকেল গাছেই উঠে পড়ার চেষ্টা করলেন শাহিদ পত্নী মীরা। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে নারকেল গাছে চড়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। আবার পরের কয়েকটি ছবিতে ব্যালেন্স রাখতে না পেরে নারকেল গাছ জড়িয়ে ধরে শুয়েও পড়তে দেখা যাচ্ছে তাঁকে। যদিও ছবিগুলি পোস্ট করে মীরা কপূর ক্যাপশনে লিখেছেন, 'একেবারেই কুল হতে চাইছি না। আমি শুধুই কি মজা করতে পারি না? খালি পায়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছি।'
আরও পড়ুন - প্রভাসের জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা অনুষ্কা শেট্টির
প্রসঙ্গত, মলদ্বীপে ছুটি কাটালেও এই মুহূর্তে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন 'যব উই মেট' অভিনেতা শাহিদ কপূর। খুব শীঘ্রই তাঁর স্পোর্টস ড্রামা 'জার্সি' মুক্তি পাবে। যেখানে তাঁকে প্রথমবার একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যেতে চলেছে। এছাড়া তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। অভিনয় করতে চলেছেন 'বুল' ছবিতে। যেখানে এই প্রথমবার একজন প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ কপূর।