রোম্যান্টিকতায় ভরপুর, প্রভাসের জন্মদিনেই মুক্তি পেলো 'রাধে শ্যাম' ছবির টিজার
'রাধে শ্যাম' ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকে।
![রোম্যান্টিকতায় ভরপুর, প্রভাসের জন্মদিনেই মুক্তি পেলো 'রাধে শ্যাম' ছবির টিজার radhe shyam teaser released on prabhas's birthday রোম্যান্টিকতায় ভরপুর, প্রভাসের জন্মদিনেই মুক্তি পেলো 'রাধে শ্যাম' ছবির টিজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/23/f22947a3624b899acad214f7a99bf2f3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : আজ ২৩ অক্টোবর। জন্মদিন 'বাহুবলী' অভিনেতা প্রভাসের (Prabhas)। আর জন্মদিনের সেরা উপহার হিসেবে আজকের দিনেই তাঁর আগামী ছবি 'রাধে শ্যাম'-এর (Radhe Shyam) টিজার মুক্তি পেলো। শনিবার প্রভাসের ৪২-তম জন্মদিনে 'রাধে শ্যাম' ছবির টিজার মুক্তিতে খুশি তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন - প্রভাসের জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা বার্তা অনুষ্কা শেট্টির
আরও পড়ুন - Antim's New Poster: আগামী ছবি 'অন্তিম'-র পোস্টার শেয়ার করলেন সলমন খান, রয়েছে বড় চমক
'রাধে শ্যাম' ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়েকে। প্রভাসের জন্মদিনে তাঁর 'রাধে শ্যাম' নায়িকা শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, 'বিক্রমাদিত্য এসে গিয়েছেন সকলের মন জয় করে নিতে। আমাদের বিক্রমাদিত্য প্রভাসকে জন্মদিনের শুভেচ্ছা।' জন্মদিনের শুভেচ্ছা জানানোর সঙ্গে তাঁদের আগামী ছবি 'রাধে শ্যাম'-র টিজারও পোস্ট করেছেন পূজা হেগড়ে।
অভিনেত্রী পূজা হেগড়ে এর আগে বলিউডে বেশ কয়েকটি ছবি করে ফেলেছেন। কখনও হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধে 'মহেঞ্জোদারো', আবার কখনও 'হাউজফুল ফোর' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু 'বাহুবলী' খ্যাত প্রভাসের সঙ্গে প্রথমবার জুটিতে দেখা যাবে পূজা হেগড়েকে। 'রাধে শ্যাম' ছবিতে প্রভাস, পূজা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে মুরলী শর্মা, কুণাল রয় কপূর এবং আরও অনেক অভিনেতাকে। ছবিটি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু এবং মালায়লম ভাষাতেও মুক্তি পাবে। জানা যাচ্ছে 'রাধে শ্যাম' মুক্তি পাবে আগামী বছর ১৪ জানুয়ারি।
আরও পড়ুন - Mumbai Cruise Drug Case: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ অনন্যা পাণ্ডেকে, ফের তলব সোমবার, খবর এএনআই সূত্রে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)